শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় সেদেশের অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য স্টার’।

কুয়ালালামপুরের ওয়াংসা মাজু জেলার প্রধান পুলিশ সুপার আশারি আবু সামাহ জানান, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে কুয়ালালামপুরের তিতিওয়াংসা এলাকার এসকে স্তাপাকের জালান তিয়ারার বি ব্লকের একটি বিলাসবহুল কনডোমিনিয়াম থেকে একজনের পড়ে যাওয়ার খবর পান তিনি। এরপর ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ বি ব্লকের রাস্তায় ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে। তার মাথাসহ পুরো শরীরে গুরুতর আঘাত ছিল।

পরে রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ জানায়, সে একজন স্কুলছাত্রী। মা ও বোনের সঙ্গে ওই ভবনের ১২ তলার একটি ইউনিটে বসবাস করত। ঘটনার সময় মা ও বোন বাসায় ছিল বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে কাজের চুক্তি শেষ হওয়ার পর তার বাবা বাংলাদেশে চলে যান।

প্রাথমিক তদন্তে কিশোরীর বাসায় এখন পর্যন্ত কোনো অপরাধমূলক উপাদান পাওয়া যায়নি এবং মামলাটি ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com