সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ‘ইজ মাই ট্রিপ’র সিইও নিশান্ত প্রীতি বলেছেন, দুই দেশের সরকারের উদ্যোগে ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এমন অবস্থায় মালদ্বীপ প্রতিনিধিদলের সাম্প্রতিক ভারত সফরের সময় দেশটির পর্যটনমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনার ভিত্তিতে পুনরায় মালদ্বীপ ভ্রমণের বুকিং শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ভারতের প্রথম সারির কোম্পানি হওয়ায় সবসময় আমরা আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ রাখি এবং তাদের দৃষ্টিভঙ্গি সমর্থন করি। তবে পুনরায় দুই দেশের নতুন বন্ধুত্ব এবং পর্যটন বাড়ানোর লক্ষ্যের দিক থেকে এটা একটা প্রগতিশীল পদক্ষেপ।
চলতি বছরের জানুয়ারী মাসে মালদ্বীপের ক্রীড়া, স্বাস্থ্য ও বিনোদন মন্ত্রণালয়ের তিনজন উপমন্ত্রী মালশা শরীফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম মজিদ ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘অবমাননাকর’ মন্তব্য করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরপরই ভারতীয়রা মালদ্বীপের পর্যটন বয়কট করার আহ্বান জানায় এবং অনলাইনে মালদ্বীপ বয়কট নামক একটি প্লাটফর্ম তৈরি করে। এ বয়কট প্রচারণার মধ্যেই ‘ইজ মাই ট্রিপ’ মালদ্বীপের সব বুকিং ও ফ্লাইট বন্ধ করে দেয়।
ফলে মালদ্বীপের শীর্ষ পর্যটন বাজার ভারত থেকে পর্যটক দেশটিতে আসা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এরপর সম্প্রতি মালদ্বীপের ওই তিন উপমন্ত্রীর মধ্যে মালশা ও শিউনা তাদের স্ব’স্ব পদ থেকে পদত্যাগ করেন। এরই মধ্যে দুদেশের উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনায় উভয় সরকারই তিক্ততা কমিয়ে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আগামীকাল রোববার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় সফরে যাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের সফরে ভারতে থাকবেন তিনি।