সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

মাত্র ২ ঘন্টাতেই ভারত থেকে দুবাই! কোন পরিকল্পনা করছে ভারতীয় রেল

  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

রাস্তা দিয়ে বা আকাশপথে অনেকেই সফর করছেন। তবে জলের নিচে দিয়ে সফর করতে কেমন লাগবে। সেই সফর যদি হয় সমুদ্রের নিচ থেকে তাহলে আরও মজা হবে।

যারা ঘনঘন দুবাইতে যেতে পছন্দ করেন তাদের কাছে বিরাট সুখের খবর। ভারত থেকে দুবাইয়ের মধ্যে সমুদ্রেপথে চলাচল করবে ট্রেন। এটা শুনতে হয়তো অবাক বলে মনে হয়েছে তবে এটাই চরম সত্যি। ভারত থেকে দুবাইতে যাওয়া যাবে সমুদ্রের তলা দিয়ে।

যে রিপোর্ট হাতে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে এই ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় ৬০০ থেকে ১ হাজার কিলোমিটার। এটিতে চেপে ভারত থেকে দুবাইতে যাওয়া অতি সহজ হবে। সময় লাগবে মাত্র ২ ঘন্টা। এই খবর প্রকাশিত হতেই সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে। তবে এই কাজে যে বিরাট বিনিয়োগ করা হচ্ছে সেকথা বলার অপেক্ষা রাখে না। যে আধুনিক প্রযুক্তির হাত ধরে এই কাজটি করা হবে তার পিছনেও থাকবে বহু প্রযুক্তিবিদদের মাথা।

ভারত থেকে প্রতি বছর দুবাইতে যান। আবার সেখান থেকেও বহু মানুষ এদেশে আসেন। এই রেলওয়ে পথ প্রায় ১২০০ মাইল পথ অতিক্রম করবে। যদি কিলোমিটারের হিসেবে দেখেন তাহলে এটি হবে প্রায় ২ হাজার কিলোমিটার। এই গোটা পথটাই সমুদ্রের নিচ দিয়ে যাবে। ফলে সমুদ্রের নিচ থেকে ঝড়ের গতিতে চলে যাওয়া যাবে ভারত থেকে দুবাই।

এখনও পর্যন্ত যে খবর মিলেছে সেখান থেকে দেখা গিয়েছে মুম্বই থেকে দুবাইয়ের পথে ছুটবে এই ট্রেনটি। ২ ঘন্টার মধ্যেই এই যাত্রাপথ অতিক্রম করা যাবে। তবে শুধু যাত্রী নয়, এই ট্রেনে চেপে ভারত থেকে দুবাইতে পণ্য, ক্রুড তেলও সরবরাহ করা যাবে।

এই ট্রেন চালু হয়ে গেলে ভারত এবং দুবাইয়ের সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের নতুন দিক সামনে চলে আসবে। এই ট্রেন পরিষেবাকে দুই দেশই সমর্থন করেছে। তবে এখনও বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে। এর শেষ পর্যায়ের অনুমতি মেলেনি। তবে আগামী কয়েক বছরের মধ্যেই এই ট্রেন চালু হয়ে যেতে পারে। যাত্রীদের কাছেও এটি একটি বিরাট আনন্দের খবর হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com