1. [email protected] : চলো যাই : cholojaai.net
মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা, প্রাণ বাঁচাতে গুলি চালালেন যাত্রী
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা, প্রাণ বাঁচাতে গুলি চালালেন যাত্রী

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মাঝ আকাশে ছুরি হাতে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন তিনি। এই পরিস্থিতিতে প্রাণের মায়া ত্যাগ করে এগিয়ে আসেন এক যাত্রী। গুলি চালিয়ে ঝাঁজরা করে দেন হামলাকারীকে।

মধ্য আমেরিকার বেলিজে সান পেড্রোগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে এ ঘটনা ঘটে। সেই সময় ওই বিমানে ছিলেন ১৪ জন যাত্রী। অভিযুক্ত ব্যক্তি বিমান ছিনতাইয়ের চেষ্টা করলে বিমানের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

ইতোমধ্যেই সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা গেছে, হামলাকারী ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৯ বছর। বেলিজের পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম জানা না গেলেও পরে তদন্তে জানা গেছে হামলাকারীর নাম আকিনিয়েলা সাওয়া টেলর। তিনি মার্কিন নাগরিক।

তবে ওই ব্যক্তি কীভাবে বিমানে ছুরি নিয়ে উঠেছিল, তা এখনও স্পষ্ট হওয়া যায়নি।

‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ট্রপিক এয়ারের ‘ভি৩এইচআইজি’ বিমান করোজাল থেকে বেলিজ সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটি নিয়মিত ওই পথে যাতায়াত করে বলে জানা গেছে। বৃহস্পতিবারও যাত্রা শুরু করেছিল। কিন্তু বিমানটি উড্ডয়ন শুরু করার কিছুক্ষণ পরেই ৪৯ বছর বয়সী এক প্রৌঢ় একটি ছুরি নিয়ে সহযাত্রীদের আক্রমণ করা শুরু করেন। বিমানচালককেও হুমকি দিতে থাকেন। তখনই বিমানে থাকা অন্য এক যাত্রী হামলাকারীকে লক্ষ্য করে গুলি করেন। মৃত্যু হয় তার।

‘আরটি.কম’ নামে এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিমানে আরও জ্বালানি ভরার জন্য এবং তাকে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার দাবি করেছিলেন হামলাকারী। পুলিশ কমিশনার ওই যাত্রীর সাহসের প্রশংসা করেছেন। কারণ, তার তৎপরতাতেই মাঝ আকাশে রেহাই মিলেছে বিমানের যাত্রীদের। টেলরের ওপর গুলি চালানো যাত্রীর প্রশংসা করে তাকে ‘নায়ক’ তকমাও দিয়েছেন বেলিজের পুলিশ কমিশনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com