1. [email protected] : চলো যাই : cholojaai.net
মাঝ আকাশে বিমানসেবিকার সাথে অসদাচরণ, উড়ন্ত প্লেন ফিরে এসে নামিয়ে দিল যাত্রীকে
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তা ফ্লাইট বুকিংয়ের গোপন কৌশল: টাকা বাঁচিয়ে উড়ুন বিশ্বজুড়ে পরিবার নিয়ে নিরাপদ ট্রিপ: ১০টি প্রমাণিত কৌশল ও গন্তব্য নির্দেশিকা সৌদি আরবে ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম বিমান ভ্রমণের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন পর্যটনের দেশ মালদ্বীপের চেয়ে কোথায় পিছিয়ে বাংলাদেশ ২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের ১৪০ কোটি মানুষ ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় জাপানে ভিড় জমাচ্ছেন রুশ পর্যটকরা ৮০ হাজার আপত্তিকর ছবি, ১০২ কোটি টাকা ব্ল্যাকমেইল: থাই নারীর কেলেঙ্কারি অনিয়মিত ৫০ হাজার অভিবাসী শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

মাঝ আকাশে বিমানসেবিকার সাথে অসদাচরণ, উড়ন্ত প্লেন ফিরে এসে নামিয়ে দিল যাত্রীকে

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বিমানসেবিকার সাথে যাত্রীর অসদাচরণ করায় ভারতের দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে আবারও দিল্লিতে ফিরে এসেছে। এয়ারলাইন্স জানিয়েছে, একজন যাত্রী দুই কেবিন ক্রু সদস্যকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করে। ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মৌখিক এমনকি লিখিত সতর্কবার্তায়ও কর্ণপাত না করে ওই যাত্রী দু’জন কেবিন ক্রু সদস্যেকে শারীরিকভাবে লাঞ্চিত করাসহ অযৌক্তিক আচরণ চালিয়ে যান। বাধ্য হয়ে পাইলট উড়ন্ত বিমান  দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং অবতরণ করে ওই যাত্রীকে প্লেন থেকে নামিয়ে দিয়ে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের কাছে এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, বিমানে থাকা প্রত্যেকের “নিরাপত্তা এবং মর্যাদা” এয়ার ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ। যাত্রীদের সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং আজ বিকেলে লন্ডনের উদ্দেশে ফ্লাইটটি পুনরায় ছেড়ে যাবে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এর তথ্য অনুসারে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি সকাল ৬টা ৩৫ মিনিটে উড্ডয়ন করেছিল এবং ৯টা ৪২ মিনিটে পুনরায় দিল্লিতে ফিরে আসে। সিভিল এভিয়েশনও ঘটনাটি তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com