মাঝ আকাশে এক যাত্রী সন্তান প্রসব করায় জরুরি অবতরণ করানো হয়েছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। পাকিস্তানের করাচি বিমানবন্দরে পাইলট বিমানের জরুরি অবতরণ করান।
ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়েছে, কাতারের দোহা থেকে ফিলিপাইনের ম্যানিলায় যাওয়ার সময় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একজন গর্ভবতী যাত্রী ছেলে সন্তানের জন্ম দেন। এর ফলে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন একজন সিএএ কর্মকর্তা।
সোমবার সন্ধ্যায় ফ্লাইটটি ম্যানিলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা পর মাঝ আকাশে এই ঘটনা ঘটে। এ সময় পাইলটকে করাচিতে জরুরি অবতরণের অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সিএএ মুখপাত্র জানিয়েছেন যে, মা এবং নবজাতক উভয়কেই চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই মাসের শুরুতে একটি পৃথক ঘটনায় ফ্লাইট চলাকালীন একজন যাত্রীর স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে বাংলাদেশে আসছিল। পাইলটের অনুরোধে এটিসি করাচিতে জরুরি অবতরণের অনুমতি দেয়। দুর্ভাগ্যবশত, অবতরণ প্রক্রিয়া চলাকালীন যাত্রীটি মারা যান।