বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

মহামারী-পূর্ব স্তরে ফিরছে বৈশ্বিক পর্যটন খাত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩

পর্যটকের আগমনের পরিপ্রেক্ষিতে বিশ্ব পর্যটন ২০২৩ সালের প্রথম প্রান্তিকে প্রাক-মহামারী স্তরের প্রায় ৮০ শতাংশে ফিরেছে।

সম্প্রতি জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। সব মিলিয়ে ২৩ কোটি ৫০ লাখ পর্যটক এ সময়ে ভ্রমণ করছেন, যা ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিগুণ।

ইউএনডব্লিউটিওর মতে, পর্যটন পুনরুদ্ধারের ক্ষেত্রে আঞ্চলিকভাবে নেতৃত্ব দিয়েছে মধ্যপ্রাচ্য। অঞ্চলটিতে পর্যটক আগমনের পরিমাণ ২০১৯ সালের তুলনায় বেড়েছে ১৫ শতাংশ। পরের অবস্থানে রয়েছে ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা। অঞ্চলগুলো যথাক্রমে প্রাক-মহামারী স্তরের ৯০ শতাংশ, ৮৮ ও ৮৫ শতাংশ পুনরুদ্ধারে ফিরেছে। এশীয় প্রশান্ত মহাসাগীয় অঞ্চল ৫৪ শতাংশ পুনরুদ্ধারে সমর্থ হলেও ধারণা করা হচ্ছে চীনের সীমান্ত খোলার মাধ্যমে এ অঞ্চলে পর্যটন আরো গতিশীল হবে।

পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে পর্যটন বাবদ প্রায় ৫৫ হাজার কোটি ডলার আয় তুলে নিয়ে খাতটির নেতৃত্ব দিয়েছে ইউরোপ। আফ্রিকা অঞ্চল প্রাক-মহামারী স্তরের আয়ের ৭৫ শতাংশ, মধ্যপ্রাচ্য ৭০, যুক্তরাষ্ট্র ৬৮ ও এশিয়া ২৮ শতাংশে পৌঁছেছে।

২০২২ সালে আন্তর্জাতিক পর্যটনের মাধ্যমে আয়ের পরিমাণ ছিল ১ ট্রিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি। ইউএনডব্লিউটিওর মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি পর্যটন শিল্পের ‘অনন্য ক্ষমতা’ ফিরে আসার কথা উল্লেখ করেন। তবে ভূরাজনৈতিক অস্থিতিশীলতা, কর্মী ঘাটতি ও জীবনযাত্রার ব্যয়-সংকটসহ চ্যালেঞ্জগুলোর বিপরীতে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি বলেন, ‘বছরের শুরুতে আবারো পর্যটনের অনন্য ক্ষমতায় ফিরেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com