সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

মহাকাশে তৈরি হচ্ছে বিলাসবহুল রিসোর্ট

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

পর্যটকদের দীর্ঘ সময় অবস্থানের সুযোগ দিতে মহাকাশে রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ স্টেশন নির্মাতা প্রতিষ্ঠান ভাস্ট।

ভাস্ট জানিয়েছে, মহাকাশে প্রথমবারের মতো বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করা হবে। আগামী বছরের মধ্যে শুরু হবে ‘হ্যাভেন-১’ নামের এই বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির কাজ।

পৃথিবীর বিলাসবহুল রিসোর্টের মতোই হবে মহাকাশে তৈরি হতে যাওয়া এই রিসোর্টের সুযোগ সুবিধা। ফলে পর্যটকরা মহাকাশে অবস্থানের সময় হোটেলের মতো বিভিন্ন সুবিধা পাবেন।

একসঙ্গে মোট চার পর্যটক অবস্থান করতে পারবেন হ্যাভেন ১ বাণিজ্যিক মহাকাশ স্টেশনে। স্টেশনটি পৃথিবীতে তৈরি করে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। ২০২৬ সালের মধ্যে বাণিজ্যিক মহাকাশ স্টেশনটিতে পর্যটকরা থাকতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

হ্যাভেন ১ স্টেশনটি শুধু পর্যটকদের জন্য তৈরি করা হবে। স্টেশনটির কক্ষে বসে মহাকাশের দৃশ্য দেখার পাশাপাশি চাইলে পৃথিবীতে ফোনকলও করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com