রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

মনপুরা, নিঝুম দ্বীপ, হাতিয়া ভ্রমণ

  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা ও নোয়াখালীর আরও দক্ষিণে মেঘনার মোহনায় ছবির মত ছোট্ট ও সুন্দর বেশ কয়েকটি ভূখণ্ড রয়েছে – মনপুরা, নিঝুম দ্বীপ, হাতিয়া, ঢালচর সহ আরও অসংখ্য অসংখ্য চর রয়েছে। বাস্তবের এসব দ্বীপগুলি ছবির থেকেও কয়েকশো গুন বেশি সুন্দর। ভ্রমণ কান্ডারি এবারের হিম হিম শীতের শুরুতে আমরা মনপুরায় যাচ্ছি। গ্রামিন মনপুরা দেখার মত সবুজ মাঠ,জেলে জীবন ব্যবস্থা,দখীনা হাওয়া সী বীচ, অসাধারণ মনের মানুষ পাবেন। যারা গ্রামে গঞ্জে বেড়াতে পছন্দ করেন, লঞ্চ ভ্রমণ পছন্দ করেন যেতে পারেন চাইলে আমাদের সাথে।
আনুমানিক মনপুরা, নিঝুম দ্বীপ, হাতিয়া
———————————
০দিন: ১৩ই ডিসেম্বর (শুক্রবার)
বিকাল ৪:৩০ লঞ্চে মনপুরার উদ্দেশ্য ঢাকা ত্যাগ।
———————————
১ম দিন: ১৪ই ডিসেম্বর (শনিবার)
সকালে মনপুরা নেমে আমরা চলে যাবো হাজিরবাজার। সেখানে হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে রেষ্ট নিয়ে ৯/১০ টার দিকে আমরা বেড়িয়ে পরবো।সারাদিন আমরা বেশিকিছু জায়গা দেখবো ঘুরবো রাতে নদীর পারে বার-বি-কিউ করবো।
———————————
২য় দিন:১৫ই ডিসেম্বর (রবিবার)
সকালে ঘুম থেকে আশেপাশে ঘুরে লঞ্চ ঘাট রামনেওয়াজ চলে যাবো এবং ঢাকার উদ্দেশ্য রওনা হবো।
———————————
৩য় দিন: ১৬ই ডিসেম্বর (সোমবার)
ভোরে ঢাকায়।
——————
ভ্রমন ফীঃ৩০০০ টাকা।
——————
প্যাকেজে যা যা অন্তর্ভুক্তঃ
১ঃ ঢাকা-মনপুরা যাওয়া আসা ডেকের ভাড়া
২ঃ ২টি নাস্তা, ১টি ডিনার, ১টি লাঞ্চ
৩ঃ অভ্যন্তরীন বাইক/রিকশা ট্রান্সপোর্ট খরচ।
৪ঃ একরাত মিডিয়াম মানের হোটেলে রাত্রী যাপন।
প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নাঃ
১ঃলঞ্চে যাত্রাপথে কোন খাবার
২ঃব্যাক্তিগত কোন খরচ
৩ঃ প্যাকেজে উল্লেখ্য নেই এমন কোন কিছু।
—————————–
♦==যেভাবে কনফার্ম করতে পারবেন :==♦
১। ব্যাংকে টাকা জমা দিয়ে।
২। বিকাশ/রকেট/নগদ এর মাধ্যমে বুকিং কনফার্ম করতে পারবেন।
৩। সরাসরি অফিসে এসেও কনফার্ম করতে পারবেন।
বিস্তারিত আরো জানতে যোগাযোগ করুনঃ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com