মধ্যপ্রাচ্যের তিন দেশের শ্রমবাজারে আবারও সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য। ৯৬ হাজার অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার। ১১ ক্যাটাগরিতে অন্তত ৩ হাজার কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ বিশেষায়িত কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে কাতার। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে বিশ্লেষকরা বলছেন, দক্ষ কর্মী তৈরিতে অনেকটাই পিছিয়ে সরকারি সংস্থাগুলো।
মধ্যপ্রাচ্যের ওমানে ১৯৭৬ সালে মাত্র ১১৩ জন কর্মী দিয়ে শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হয়। ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা ৬ লাখ ৯৮ হাজার।
তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত। ধারাবাহিকভাবে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন সময় অন্তত ১ লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। বাকিদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে।
এমন প্রেক্ষাপটে গত মে মাসে ওমান সফরে দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সেই বৈঠকের জেরেই অনিবন্ধিত ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ওমানে বিভিন্ন পর্যায়ে ৯৬ হাজার বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছিলেন। তাদেরকে বৈধতা দিচ্ছে দেশটি।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও নতুন করে ১১টি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে। তবে প্রথম দফায় ডেলিভারি কাজে ৩ হাজার কর্মী নেবে দেশটি।
শফিকুর রহমান বলেন, আরব আমিরাত ডেলিভারি কাজের জন্য ৩ হাজার কর্মী নেবে। বাংলাদেশ থেকে ৪০০ ট্যাক্সি ও ৫০০ মোটরসাইকেল চালক পাঠানো হবে। যারা দেশটিতে পণ্য ডেলিভারির কাজ করবে। আর ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষকসহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও।
প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায়, চাহিদা থাকলেও, দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বিদেশিরা দক্ষ শ্রমিক চায়। তাই শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তারপরই বিদেশে পাঠাতে হবে। এজন্য কাজ করতে হবে সরকারি সংস্থাগুলোকে। পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণার তাগিদ বিশ্লেষকদের।