বিয়ের পরে দুজনের ঘুরতে যাওয়াতেই যেনো সম্পর্কের পূর্ণতা। বিয়ে করছেন তার মধুচন্দ্রিমায় যাবেন না, তা কী করে হয়। অনেকেই সময়ের স্বল্পতা বা আর্থিক দিক বিবেচনা করে দেশেই মধুচন্দ্রিমা উদযাপন করতে যান। কেউ কেউ আবার মধুচন্দ্রিমায় দেশের বাইরে যেতেই বেশি ভালোবাসেন। যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্যে পাশ্ববর্তী দেশ ভারত হতে পারে উৎকৃষ্ট জায়গা। কারণ সমুদ্র থেকে পাহাড় বা গাছ-গাছালিতে ঘেরা প্রাকৃতিক পরিবেশ সবই আছে সেখানে। মধুচন্দ্রিমা উদযাপনের জন্যে ভারতের কয়েকটি স্থানের ছবিসহ নাম নিম্নে দেয়া হলো:
গোয়া: যেকোনো নবদম্পতির কাছে মধুচন্দ্রিমার আদর্শ স্থান হিসেবে বিবেচিত গোয়া। মাইলের পর মাইল জুড়ে সমুদ্র সৈকত সেই সঙ্গে দাঁড়িয়ে আছে সারি সারি নারকেল গাছ। গোয়ার মনোরম পরিবেশে প্রেমে পড়তে আপনি বাধ্য।
আন্দামান: যারা সমুদ্র প্রিয় তাদের জন্যে আদর্শ স্থান আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। সমুদ্রে ভ্রমণ থেকে শুরু করে সমুদ্রের নিচের জগত সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারবেন এখানে আসলে।
রাজস্থান: প্রাসাদ, মন্দির সব মিলিয়ে এক অন্যরকম ঐতিহ্য রাজস্থানের। এখানে অধিবাসী থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ সবই আপনাকে মুগ্ধ করবে।
কেরেলা: সমুদ্র সৈকতের পাশ ঘিরে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ। তারই মাঝে উকিঁ দিচ্ছে একটা দুইটা ছোট্ট বাড়ি বা মন্দির। সৌন্দর্য্য যেনো ভাষায় প্রকাশের নয়। ঘুরে আসুন মনোরম কেরেলায়।
Like this:
Like Loading...