শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

মক্কার গ্রান্ড মসজিদে মুসল্লিদের ঘুমানো নিষেধ

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মক্কার গ্রান্ড মসজিদে ওমারহ হজ পালনকারী বা মুসল্লি ও দর্শনার্থীদের না ঘুমানোর নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একই সঙ্গে নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, মুসল্লিদের অবশ্যই মসজিদে ঘুমানো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে করিডোর, নামাজের স্থান, জরুরি যানবাহন রাখার জায়গা ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বরাদ্দকৃত জায়গায়।

মন্ত্রণালয় জানায়, সবাইকে অবশ্যই ওমরাহর শিষ্টাচার মেনে চলতে হবে। অর্থাৎ সবার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে হবে। তাছাড়া আয়োজক ও কর্মীদের নির্দেশিকা মেনে চলার কথাও বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা ওমরাহ পালন করতে চায় তাদের অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়ে গ্রান্ড মসজিদে যেতে হবে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব বিদেশি মুসল্লিদের ওমরাহ করতে দেশটিতে সহজে যেতে বেশকিছু সুবিধা চালু করেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর প্রায় এক কোটি মুসল্লি মক্কায় ওমরাহ হজ পালন করবেন।

ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যেকোনো ভিসা নিয়েই মুসল্লিরা সৌদিতে ওমরাহ হজ পালন করতে যতে পারবেন। একই সঙ্গে ওমরাহ হজের ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বৃদ্ধি করে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে।

ওমরাহ হজ পালন করতে যাওয়া ব্যক্তিরা সৌদির স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথ- যেকোনো এন্ট্রি পয়েন্ট দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও মুসল্লিরা দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করতে পারবেন।

সূত্র: সৌদি গেজেট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com