বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

ভ্রমণ নিয়ে ভ্রমণকন্যার আয়োজন

  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩

ঘর-সংসার সামলিয়ে হাঁপিয়ে উঠেছেন, একটু ঘুরে আসতে চান একা একা। কিন্তু নারী বলে সাহসে কুলাচ্ছে না। তাহলে নিশ্চিন্তে যোগাযোগ করুন ‘ভ্রমণকন্যা’ নামের ফেসবুক পেজটিতে। মোবাইল ফোন নম্বরও পেয়ে যাবেন। তারপর বাক্স-পেটরা গুছিয়ে বেরিয়ে পড়ুন।

যতই আমরা এগিয়ে যাওয়ার কথা বলি না কেন, নারীদের জন্য ভ্রমণ বিষয়টি এখনো খুব সহজ হয়ে ওঠেনি আমাদের দেশে। কিন্তু ভ্রমণকন্যা সেই কঠিন বিষয়টিকে খানিক সহজ করতে কাজ করে যাচ্ছে। গত ৭ বছরে ভ্রমণকন্যা নারীদের ভ্রমণে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এই ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠানটি আয়োজন করেছে তাদের পঞ্চম প্রদর্শনী। সেটি চলছে শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের চারতলায়। অবশ্য এটি শুধু প্রদর্শনীই নয়, এখানে আয়োজন করা হয়েছে এক্সট্রিম ট্রাভেল এবং আলোকচিত্রবিষয়ক কর্মশালা। চলবে ৭ আগস্ট পর্যন্ত।

লিফট দিয়ে চারতলায় নেমেই সোজা চলে গেলাম গ্যালারির দিকে। গ্যালারি-৬-এর দরজা ঠেলে ঢুকতেই মেঘ আর ঝরনাঘেরা একটা বেঞ্চ। তুলা দিয়ে তৈরি মেঘ আর সাদা নেটের কাপড় দিয়ে তৈরি ঝরনার মধ্যে বাঁধনহারা একটা ব্যাপার আছে। একটু ভেতরে ঢুকতেই জলে ভাসা এক শিশুর হাস্যোজ্জ্বল মুখ। যে পানিতে ডুবে গা ভাসিয়ে শুধু মুখটা বের করে দিয়ে হাসছে। সেই হাসিতে আছে অপার তৃপ্তি। গ্যালারি ঘুরতেই মুগ্ধ করছে ছবিগুলো। কোনো ছবিতে ষাটোর্ধ্ব প্রৌঢ়ের বেলাশেষের ক্লান্তিমাখা হাসি, কোথাও ধরা দিচ্ছে কিশোর-কিশোরীর ডানপিটেপনা। কোথাও আবার নিবিড়ভাবে ঠোঁটে ঠোঁট রেখে কথা বলছে দুটি পাখি, কোথাও গৃহিণীর মুখে অচিন এক হাসি। কোনো ছবিতে পাহাড়ি মেয়েরা সারি বেঁধে হাঁটছে পাহাড়ের গা-ঘেঁষা জুমের জমিতে আবার কোথাও ফুটে উঠেছে দম্পতির প্রেম।

ছবিগুলো ভিন্ন ভিন্ন ঘরানার। সেখানে একেক বয়সের, একেক জায়গার, একেক অভিব্যক্তি ফুটে উঠেছে। কোনো ছবি ডিএসএলআর ক্যামেরায় তোলা, আবার কোনোটি তোলা হয়েছে মোবাইল ফোন দিয়ে। কিন্তু ছবিগুলো যেন খুবই জীবন্ত। ঠিক যে সৌন্দর্য উপভোগ করার জন্য ২০১৬ সালে মেডিকেলপড়ুয়া দুই বন্ধু ফেসবুকে খুলে বসেছিলেন একটি ভ্রমণ গ্রুপ, ভ্রমণকন্যা—‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’। দুজন মিলে তৈরি সে গ্রুপটি বর্তমানে ৭৩ হাজার ভ্রমণপিপাসু মানুষের বিরাট মিলনক্ষেত্র। যাঁরা এ পর্যন্ত দেশ-বিদেশে ১৯৯টি ভ্রমণ শেষ করেছেন। সাত বছর আগে ১৯ জন মেয়েকে নিয়ে নরসিংদীর সরিষাখেত ভ্রমণ থেকে শুরু তাঁদের সে যাত্রা। বর্তমানে নানা বয়সের নারীরা এই গ্রুপের মাধ্যমে ভ্রমণ করছেন দেশ-বিদেশের বিভিন্ন পাহাড়, সমুদ্র আর হাওরাঞ্চলে। শুধু ভ্রমণেই সীমাবদ্ধ নেই তাঁরা। ভ্রমণকন্যা করেছে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সচেতনতামূলক আয়োজন, চিত্র প্রদর্শনী, ভ্রমণ ম্যাগাজিন প্রকাশসহ বেশ কিছু কার্যক্রম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com