সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

ভ্রমণে খরচ কমানোর উপায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
বিদেশ ভ্রমণে খরচের একটা বড় অংশ ব্যয় হয় বিমান ভাড়ায়। তাই, বিমান ভাড়া কমানোর ট্রিক্স জানুন।
বাজেট এয়ার বা Low Cost Carrier (LCC) এ ভ্রমণ করুন। ভ্রমণের কয়েক মাস আগেই আপনার Air Ticket কেটে ফেলুন। বিস্তারিত জানতে মনোযোগ দিয়ে পড়ুন।
বাজেট এয়ার বা Low Cost Carrier (LCC) হল একটি কম খরচের ক্যারিয়ার বা কম খরচের এয়ারলাইন । (occasionally it’s referred to as No-frills, Budget or Discount carrier or airline বা সংক্ষেপে LCC নামে পরিচিত) ।
একটি এয়ারলাইন যখন অপারেটিং খরচ কমানোর উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে পরিচালিত হয় এবং কিছু কিছু সুযোগ সুবিধা কমিয়ে দিয়ে ভাড়া কম নেয় তখন সেই এয়ারলাইনগুলোকে বলে বাজেট এয়ারলাইন। বিমান ভ্রমণে আরাম একটু কম পাওয়া গেলেও ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি আদর্শ বাহন। এ ধরনের এয়ারলাইন সাধারণত যাত্রীর সাথে বহনযোগ্য লাগেজ এর পরিমান কমিয়ে দেয়। স্বল্প সময়ের যাত্রার জন্য কোন খাবার পরিবেশন করে না। তবে, আপনি ইচ্ছা করলে বিমানে বসে খাবার কিনে খেতে পারবেন। আবার লাগেজ 7 কেজির বেশি হলে অতিরিক্ত ভাড়া দিয়ে তা বহন করতে পারবেন।
ইউরোপিয়ান বা এ‌মে‌রিকান ট্যুরিস্টদের নিকট সবচেয়ে জনপ্রিয় বাহন এই LCC. অথচ আমাদের ট্যুরিস্ট’রা ভ্রমণে বের হবার সময় কাপড়-চোপড়ের সাথে পারলে বাসার লেপ-তোষকও সঙ্গে নিতে চায় ! যে কারণে আমাদের ভ্রমণ ব্যয় পশ্চিমাদের তুলনায় অনেক বেশি হয়। তাই বাঙালি ট্যুরিস্ট ‘রা একবার ভ্রমণ থেকে ফেরার পর দীর্ঘদিন আর ভ্রমণে বের হবার সাহস পায় না।
আরেকটা বিষয়, বাঙালি ট্যুরিস্টরা ভ্রমণে গিয়ে খাবার নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেন। আপনি ঘর থেকে বেরোলে অন্যের রান্না বা নতুন স্থানের খাবার আপনার পছন্দ হবেনা। এটাই সত্য ! সেজন্য, খাবার খোঁজার জন্য সময় নষ্ট না করাই উত্তম। খাবার খুঁজতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ স্থান বা নিদর্শন অনেকে দেখতে পারেন না! ফলে, বাসায় ফিরে অনেকের আক্ষেপ শোনা যায়, সময়ের অভাবে এটা দেখতে পেলাম না, ওটা করতে পারলাম না ইত্যাদি।
তাই, বাঙালি ট্যুরিস্টদের প্রতি আমার পরামর্শ-
1) ভ্রমণ ব্যয় সীমিত রাখার জন্য বাজেট এয়ার বা LCC তে ভ্রমণ করুন। Visa হোক বা না হোক ভ্রমণের কয়েক মাস আগেই আপনার Air Ticket কেটে ফেলুন (একটু risk তো নিতেই হবে)।
2) ভ্রমণের সময় আপনার লাগেজ 7 কেজির মধ্যেই সীমাবদ্ধ রাখুন।
3) রাত্রি যাপনের জন্য মোটামুটি মানের হোটেলে থাকুন।
4) খাবার নিয়ে বেশি মাতামাতি করবেন না। যেখানেই থাকবেন, সেখানকার খাবার খাবেন। তাতে, আপনার ভ্রমণ আরো অর্থবহ হবে।
5) সর্বশেষ যে শহর/এয়ারপোর্ট থেকে দেশে ফিরবেন সেই শহর থেকেই কেনাকাটা করবেন এবং লাগেজ এর পরিমান বেশি হলে ফিরতি ফ্ল্যাইটে অতিরিক্ত ভাড়া দিয়ে আপনার সখের সকল জিনিস নিয়ে আসবেন।
আমার পরামর্শগুলো মেনে চললে আপনার ভ্রমণ অত্যন্ত আনন্দের ও সুখময় হবে এবং পরের বার অতিদ্রুত ভ্রমণে যাবার সুযোগ সৃষ্টি হবে।
2020 সালের এপ্রিল পর্যন্ত, বিশ্বের বৃহত্তম কম খরচের এয়ারলাইন ছিল সাউথওয়েস্ট এয়ারলাইনস, যেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে, সেইসাথে আশেপাশের কিছু এলাকায় কাজ করে। তবে, এশিয়ান অঞ্চলের LCC গুলোর মধ্যে অন্যতম হল- AirAsia, Indigo, Salam Air, Fly Dubai etc.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com