বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

ভ্রমণের জন্য নিরাপদ দেশ হিসেবে ভারতের চেয়ে একটু এগিয়ে পাকিস্তান

  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

বুধবার (২৬ মার্চ) প্রকাশিত একটি নতুন র‍্যাঙ্কিং প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে ভ্রমণের জন্য বিশ্বের ৬৬তম নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে ভারত। তবে প্রতিবেশী দেশ পাকিস্তান এক ধাপ এগিয়ে থেকে ৬৫তম স্থানে রয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান উভয় দেশের নিরাপত্তা সূচক স্কোরই মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো।

সার্বিয়ান ক্রাউডসোর্সড ডেটা প্ল্যাটফর্ম নুম্বেও প্রকাশিত জরিপ প্রতিবেদনে ভারতের নিরাপত্তা সূচক স্কোর ৫৫.৭ নির্ধারণ করা হয়েছে। তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ৮৯তম স্থানে রয়েছে।

পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের তুলনায় সামান্য ভালো অবস্থানে থাকলেও পার্থক্য খুব বেশি নয়। দেশটির নিরাপত্তা সূচক স্কোর ৫৬.৩।

গাজায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ সত্ত্বেও ফিলিস্তিন ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে; দেশটি তালিকায় ৬১তম স্থান দখল করেছে।

নুম্বেও তাদের ওয়েবসাইটে দর্শকদের পরিচালিত জরিপের ভিত্তিতে ‘২০২৫ সালের জন্য দেশভিত্তিক নিরাপত্তা সূচক’ তৈরি করেছে। এতে ১৪৬টি দেশের অপরাধের সামগ্রিক স্তরের ভিত্তিতে র‍্যাঙ্ক নির্ধারণ করা হয়েছে।

সূচকে ৮৪.৭ স্কোর নিয়ে অ্যান্ডোরা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে। শীর্ষ পাঁচে আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, তাইওয়ান এবং ওমান।

অপরদিকে, ১৯.৩ সূচক স্কোর নিয়ে ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে। এর পরেই রয়েছে পাপুয়া নিউ গিনি, হাইতি, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

নুম্বেও র‍্যাঙ্কিং সিস্টেম কীভাবে কাজ করে?

নুম্বেও তাদের ওয়েবসাইটে দর্শকদের পরিচালিত জরিপ থেকে তথ্য সংগ্রহ করে। এই জরিপ কেবল সংশ্লিষ্ট দেশের অপরাধের স্তরের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। প্ল্যাটফর্মটি বছরে দুবার অপরাধ সূচক ও নিরাপত্তা সূচক প্রকাশ করে।

তালিকা তৈরিতে ব্যবহৃত তথ্য ৩৬ মাসের বেশি পুরনো নয়। এতে অন্তর্ভুক্ত দেশগুলো নির্দিষ্ট সংখ্যক অংশগ্রহণকারীর প্রতিক্রিয়ার ভিত্তিতে নির্বাচিত হয়।

জরিপে অপরাধের মাত্রা সম্পর্কে সাধারণ ধারণা, ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা অনুভূতি এবং নির্দিষ্ট অপরাধ সংক্রান্ত উদ্বেগের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া, অংশগ্রহণকারীদের কাছে সম্পদ ও সহিংস অপরাধ সম্পর্কেও মতামত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com