মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
Uncategorized

ভ্রমণপিয়াসীদের জন্য মজার কিছু তথ্য

  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

স্থাপনা দৃঢ় করতে চীনের মহাপ্রাচীরে ব্যবহার করা হয়েছিল আঠালো ভাত। ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায় আইফেল টাওয়ারের আকার। এবার এমন মজার কিছু তথ্য জানতে পারবেন ভ্রমণপিয়াসীরা।

এ-তে আখেন

প্রাকৃতিক উষ্ণ প্রস্রবনের কাছাকাছি বা তীরে জার্মানির যেসব শহরের অবস্থান, সেগুলোর নাম শুরু হয় ‘বাড’ (স্নান বা স্পা) দিয়ে৷ পশ্চিম জার্মানির বৃহৎ শহর আখেন৷ প্রাচীনকাল থেকেই এটি প্রাকৃতিক উষ্ণ জলের জন্য খ্যাত ৷ এমনকি রোমানরাও এই শহরে আসতেন গরম জলে স্নান করার জন্য ৷ কিন্তু নামের আগে বাড ব্যবহার করে না আখেন ৷ কারণ, এতে বর্ণমালা অনুযায়ী শহরের তালিকায় সবার উপরে থাকা হবে না শহরটির৷

দীর্ঘ নাম

ইউরোপের শহরগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ নামের অধিকারী ওয়েলসের Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch ৷ এর অর্থ ‘সুইফট এডির সাদা হ্যাজেলনাট এবং লাল গুহার নিকটবর্তী থিসিলির চার্চের মাঝখানে অবস্থিত সেইন্ট মেরির চার্চ’৷

খাবার দিয়ে তৈরি স্থাপনা

যেদিক থেকেই বিবেচনা করা হোক না কেন বিশ্বের অবাক করা স্থাপনায় উপরের দিকে থাকবে চীনের মহাপ্রাচীর৷ কিন্তু জানেন কি এর দেয়ালের কংক্রিটের মিশ্রণে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল? ১৫০০ বছর আগে চীনে মন্দির, প্যাগোডা, প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে এমন রেওয়াজ চালু ছিল৷ এ কারণে এসব স্থাপনা আজো অক্ষত আছে বলে মনে করা হয়৷

আইফেল টাওয়ার বদলায়

প্যারিসের প্রধান আকর্ষণ আইফেল টাওয়ার৷ এর আকার কিন্তু সারা বছর এক থাকে না৷ গ্রীষ্মে আইফেল টাওয়ারের কাঠামোর ব্যাপ্তি ১৫ সেন্টিমটার বা ছয় ইঞ্চি বেড়ে যায়৷ শুধু আইফেল টাওয়ারই নয় যে-কোনো ইস্পাত কাঠামোর ক্ষেত্রেই তাপমাত্রার সঙ্গে আকারের তারতম্য ঘটে৷

পিসার হেলানো টাওয়ার

ইটালিতে গেলে পর্যটকরা পিসার হেলানো টাওয়ারের সঙ্গে ছবি তুলতে ভোলেন না৷ এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বন্দর অববাহিকার বালুর উপরে৷ শুরুতে সোজা থাকলেও উঁচু করার সঙ্গে ধীরে ধীরে ভবনটি হেলে পড়তে শুরু করে, যা এখনও ঘটে চলছে৷ বলা হচ্ছে এভাবে চলতে থাকলে ২৩০০ সালে ধ্বসে পড়বে পিসার হেলানো টাওয়ার৷

মৃত ভাষা

অনেক স্কুলে এখনও ল্যাটিন শেখানো হয়৷ কিন্তু ভাষাটি প্রায় মৃত৷ যারা শিখেছেনম তারা এটি কাজে লাগাতে পারেন ভ্যাটিকান সিটিতে গেলে৷ কেননা বিশ্বে ক্ষুদ্রতম এই রাষ্ট্রেই শুধু আনুষ্ঠানিক ভাষা ল্যাটিন৷ সেখানকার এটিএমগুলোতেও পাবেন ল্যাটিন ভাষার ব্যবহার৷

সেতুর শহর

সেতুর শহর বললে কেউ আমস্টার্ডাম কেউবা ভেনিসের কথা ভাববেন৷ কিন্তু তার চেয়েও বেশি সেতুর শহর জার্মানির হামবুর্গ৷ নানারকমের আড়াই হাজার সেতু রয়েছে এই বন্দর নগরীতে৷ শহরের ভেতর দিয়ে হাঁটতে গেলে এর কোনো না কোনোটি আপনাকে পেরুতেই হবে৷

রূপকথার এলভসরা ছিল আইসল্যান্ডে

রূপকথার ‘এলফ’ আর ‘ট্রল’-এর কোন অস্তিত্ব ছিল! আইসল্যান্ডের মানুষেরা কিন্তু তেমনটাই বিশ্বাস করে৷ এমনকি এখনও জনগোষ্ঠীর একটি অংশ মনে করে, এই চরিত্ররা সত্যিই আছে৷ দেশটির সরকারে একসময় এই বিষয়ক একজন উপদেষ্টাও ছিলেন৷ তবে অবাক করা প্রকৃতির দেশ আইসল্যান্ডের মানুষের ‘এলফ’ আর ‘ট্রল’-এর মতো জীবে বিশ্বাস থাকা খুব একটা অবাক করা নয়৷

টাইম ট্রাভেল করতে পারেন যেখানে

কল্পিত ১৮০ ডিগ্রি দ্রাঘিমা বা আন্তর্জাতিক তারিখ রেখায় বিশ্বের অনেক দেশ আর দ্বীপেরই অবস্থান৷ তারই একটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফিজির দ্বীপ তাভেউনি৷ সেখানে এই রেখাটির উপর নির্ভর করে আপনার ঘড়িতে দিনেরও তারতম্য ঘটবে৷ অর্থাৎ, মাত্র একটি পদক্ষেপে একদিন আগে অথবা একদিন পরে চলে যেতে পারেন আপনি৷

সূত্র: ডয়েচে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com