1. [email protected] : চলো যাই : cholojaai.net
ভ্যাকসিন দিন, ইউরো ফাইনালের টিকিট নিন
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
Uncategorized

ভ্যাকসিন দিন, ইউরো ফাইনালের টিকিট নিন

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১

চলতি ইউরো কাপের সেমিফাইনালের টিকিট যেন সোনার হরিণ। বিশেষ করে ইংল্যান্ড দল সেমিফাইনালে ওঠায় ওয়েম্বলি স্টেডিয়িামে এই ম্যাচ দেখতে টিকিটের জন্য ছোটাছুটি করছে মানুষ। দাম চড়া, হাতবদল হওয়া একেকটি টিকিটের মূল্য ২ হাজার মার্কিন ডলার।

ডেনমার্ককে হারিয়ে যদি ইংল্যান্ড ফাইনালে ওঠে টিকিটের মূল্য হয়ে যাবে বর্তমানের দ্বিগুণ। ওয়েম্বলিতে ইংল্যান্ডের ফাইনাল, লন্ডনবাসীর জন্য টিকিটই হবে জীবনের সবচয়ে বড় চাহিদা। যদি ঐ টিকিট সহজেই পাওয়া যায় তাহলে কেমন হবে?

সেই সুযোগই করে দিচ্ছেন লন্ডনের মেয়র সাদিক খান। শর্ত একটাই, থাকতে হবে কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ নিতে আবেদন করার প্রমাণাদি। শহরের মেয়র ইতোমধ্যেই ফাইনালের টিকিট পাওয়ার জন্য এই ঘোষণা দিয়েছেন।

‘আমি চেয়েছিলাম লন্ডনের বেশি সংখ্যক তরুণ ভ্যাকসিন গ্রহণ করুক। বুধবার থেকে মানুষ অনলাইনে প্রবেশ করে টিকিটের জন্য আবেদন করতে পারবে। ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছে- এমন প্রমাণ টিকিটের আবেদনের সঙ্গে দিতে হবে। লন্ডনে ১‌৮ বছরের বয়সের বেশি ৬৩ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এটা ভ্যাকসিন গ্রহণের হার খুব কম। আমি সংখ্যাটা বাড়াতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ’- বলেছেন লন্ডনের মেয়র।

কোভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিনের গুরুত্ব উল্লেখ করে লন্ডনের মেয়র বলেছেন, ‘আমরা ইতোমধ্যে দেখেছি ভাইরাসটির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেখানে অনেক পার্থক্য গড়ে দিচ্ছে ভ্যাকসিন। আমরা বিধিনিষেধ প্রত্যাহার করব কি না, তা নির্ভর করছে আগামী দুই সপ্তাহের অবস্থার ওপর।’

আগামী ১১ জুলাই লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৯০ হাজার। তবে করোনার জন্য কমিয়ে ৬০ হাজার করা হয়েছে। যদিও ইংল্যান্ড ও ডেনমার্কের সেমিফাইনালে টিকিটের প্রচণ্ড চাহিদা থাকায় কিছু টিকিট বাড়তি ছাড়ার কথা ভাবছেন আয়োজকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com