বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য জলপ্রপাত। তার মধ্যে কিছু জলপ্রপাত পেয়েছে বিশ্বসেরার আসন। ঠিক তেমনি একটি হলো অ্যাঞ্জল ওয়াটারফল। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ এই জলপ্রপাত। যার উচ্চতা ৩ হাজার ২১২ ফুট। ১৯৯৪ সালে ইউনেস্কো এই জলপ্রপাতকে বিশ্ব ঐতিহ্য হিসেবে মনোনীত করে।
পাহাড়ের গা বেয়ে জলের ধারার মুগ্ধ করে সবাইকেই। তাই জলপ্রপাত সবাইকে কাছে টানে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অবস্থিত এমনি এক জলপ্রপাত ‘অ্যাঞ্জল ওয়াটারফল’। এর মোট উচ্চতা ৯৭৯ মিটার বা ৩ হাজার ২১২ ফুট। যার গভীরতা ৮০৭ মিটার। এই জলপ্রপাতটি দেশটির বলিভার প্রদেশে ক্যানাইমা জাতীয় উদ্যানে অবস্থিত।
চারদিকে সবুজ অরণ্যের সমারোহ তার মাঝেই এই অ্যাঞ্জল ওয়াটারফল। পাশেই বহমান নদী। সবকিছু মিলিয়ে চোখ জুড়ানো সৌর্ন্দযের হাতছানি। উচ্চতার কারণে জলপ্রপাতটির পানি তলদেশে পৌঁছানোর আগেই বিন্দু বিন্দু কণায় পরিণত হয়ে বাতাসে ভেসে যায়।
দৃষ্টিনন্দন এই জলপ্রপাতটি ১৯৪৯ সালে গিনেস বুক অফ ওর্য়াল্ড রেকর্ডসে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের স্বীকৃতি পায়। এছাড়া ১৯৯৪ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও এটিকে মনোনীত কওে ইউনেস্কো।