বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

ভুটানে এক রাত কাটালেই কেনা যাবে শুল্কমুক্ত সোনা

  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
ভুটান ভ্রমণকারী পর্যটকরা যারা ‘টেকসই উন্নয়ন ফি’ (এসডিএফ) প্রদান করে, তারা এখন ফুয়েনশোলিং এবং থিম্পু শহর থেকে শুল্কমুক্ত সোনা কিনতে পারবেন। ভুটানের জাতীয় গণমাধ্যম কুয়েনসেল অনুসারে, ভুটানের রাজার জন্মবার্ষিকী এবং ভুটানি নববর্ষ লোসার উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুটান ডিউটি-ফ্রির (বিডিএফ) সঙ্গে অংশীদারিত্বে দেশটির পর্যটন বিভাগ শুল্কমুক্ত সোনাগুলো বিক্রি করবে।

গণমাধ্যমটি জানিয়েছে, এসডিএফ প্রদানকারী সব পর্যটকরা তখনই শুল্কমুক্ত সোনা কেনার যোগ্য হবেন যখন তারা পর্যটন বিভাগ প্রত্যয়িত হোটেলে কমপক্ষে এক রাত কাটাবেন। ভুটানের ফুয়েনশোলিং এবং থিম্পু শহরে ১ মার্চ থেকে শুল্কমুক্ত সোনা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুইটি শুভ দিন (মহামহামহিম রাজার জন্মবার্ষিকী এবং ভুটানি নববর্ষ লোসার) উপলক্ষে ভুটান ডিউটি-ফ্রির (বিডিএফ) সঙ্গে অংশীদারিত্বে পর্যটন বিভাগ এসডিএফ প্রদানকারী পর্যটকদের জন্য সীমিত পরিমাণে শুল্কমুক্ত সোনা বিক্রি করবে।’

প্রতিবেদন অনুসারে, শুল্কমুক্ত পণ্যের দোকানগুলোতেই সোনাগুলো বিক্রি করা হবে, যা সাধারণত বিলাসবহুল পণ্য বিক্রি করে এবং ভুটানের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন। এই দোকানগুলো পর্যটন প্রচারের জন্য সোনা বিক্রি করে কোনো লাভ করবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ভুটানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার বর্তমান দাম ৪০ হাজার ২৮৬ ভুটানি এনগুলট্রাম (বিটিএন)।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com