ভিসা নিয়ে প্রতারণার অভিযোগে কুয়েতে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কুয়েতের জাহারা এলাকায় স্থানীয় আল-ওয়াহা থানায় করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী জানান, তিনি তার এক সহকর্মীকে ৩০০ কুয়েতি দিনার দিয়েছিলেন তার বোনের ছেলেকে কুয়েতে নিয়ে আসতে। ওই ব্যক্তি তখন দাবি করেছিলেন যে, বাংলাদেশে একটি অফিসের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, যারা তার বোনের ছেলেকে কুয়েতে নিয়ে আসতে পারবে। এজন্য ভুক্তভোগী ব্যক্তি ২০২০ সালের শেষের দিকে আল-ওয়াহা এলাকায় আসামির কাছে ৩০০ দিনার দিয়েছিলেন।
কুয়েতের গোয়েন্দা বিভাগ জানায়, তখন থেকেই ওই অভিযুক্ত বাংলাদেশি দিনার পরিশোধে বিলম্ব করেছে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হন।
মামলাটি তদন্ত করছে আল-ওয়াহা থানা কর্তৃপক্ষ। একই সঙ্গে অর্থ উদ্ধারের চেষ্টা করছে।
থানা কর্তৃপক্ষ বলছে, প্রতারণার সুনির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান করা হবে, যাতে ভুক্তভোগী ন্যায়বিচার পান। তার অধিকার যেন সুরক্ষিত থাকে।