শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

ভিসা আবেদন ফি বাড়িয়েছে মার্কিন দূতাবাস

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মীসহ সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে। নতুন ভিসা ফি গত শনিবার থেকে কার্যকর হয়েছে।

রবিবার (১৮ জুন) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ভিসা ফি বাড়ানোর কথা জানানো হয়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি ১/বি ২) এবং অন্যান্য আবেদনমুক্ত (নন-পিটিশন) এনআইভি যেমন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭,২৮৭ টাকা) থেকে বাড়িয়ে ১৮৫ ডলার (প্রায় ১৯,৯৮৮ টাকা) করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও, পি, কিউ এবং আর শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদনভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ ডলার (প্রায় ২০,৫২৯ টাকা) থেকে বাড়িয়ে ২০৫ ডলার (প্রায় ২২,১৪৯) করা হয়েছে।

এ ছাড়া চুক্তির আওতাধীন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশার (ই শ্রেণি) ক্ষেত্রে ভিসা আবেদনের জন্য ফি ২০৫ ডলার (প্রায় ২২,১৪৯) থেকে বাড়িয়ে ৩১৫ ডলার (প্রায় ৩৪,৩৫ টাকা) করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com