সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

ভিসার নিয়ম সহজ করছে ভিয়েতনাম

  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন ভিসার কিছু নিয়ম সহজ করার নির্দেশনা দিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে বিদেশি পর্যটক আরও বেশি টানতেই এটা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ভিসার ব্যাপারে বিভিন্ন শর্ত সহজ করার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মতে, মহামারি-পরবর্তী সময়ে বিদেশি পর্যটক টানতে দেশটির বেগ পাওয়ার কারণ ভিয়েতনামের পর্যটন ভিসা কঠিন হওয়া।

গত বছর ৩৭ লাখেরও কম বিদেশি পর্যটক পা রাখেন ভিয়েতনামে। অথচ একের পর এক সৈকতসহ দীর্ঘ উপকূল, ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হালং বেসহ নানা দর্শনীয় গন্তব্য, স্ট্রিট ফুড—সবকিছু মিলিয়ে ভিয়েতনাম সব সময়ই পর্যটকদের প্রিয় ভ্রমণ গন্তব্য। এখানে আসা পর্যটকেরা অবশ্য অবকাঠামোগত বিভিন্ন বিষয় যেমন দুর্গন্ধযুক্ত পাবলিক টয়লেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

সরকারি ওয়েবসাইটের সূত্র জানা গেছে, গত বুধবার ফাম মিন চিন মন্ত্রিপরিষদকে ইমিগ্রেশনে বিভিন্ন প্রক্রিয়া সংশোধনের নির্দেশ দিয়েছে, যেমন ভিসা ওয়েভারের আওতামুক্ত দেশের সংখ্যা বাড়ানো, বিদেশি পর্যটকদের স্বল্প খরচে অবস্থানের মেয়াদ বাড়ানো, ই-ভিসার আওতা বাড়ানো ইত্যাদি।

ভিয়েতনামের অভিবাসন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে ১৩টি দেশের নাগরিকদের ভিসা ওয়েভার সুবিধা দিচ্ছে দেশটি। এর আওতায় এ দেশগুলোর নাগরিকেরা ভিসা ছাড়াই ১৫ দিন দেশটিতে অবস্থান করতে পারেন। এই দেশগুলোর মধ্যে ১১টি ইউরোপীয় ও দুটি এশিয়ার। এ ছাড়া নয়টি এশীয় দেশের নাগরিকেরা দেশটিতে ভিসা ছাড়া সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারেন। ভিয়েতনাম বর্তমানে ৮০টি দেশের নাগরিকদের ই-ভিসা দিচ্ছে।

ভিয়েতনামের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার নিয়ম সহজ করা বেশি-বিদেশি পর্যটক আনায় ভূমিকা রাখবে। বুধবারের পর্যটনবিষয়ক এক সভায় স্থানীয় পর্যটনবিষয়ক প্রতিষ্ঠানগুলো ভিসা ছাড়া থাকার মেয়াদ ৪৫ দিন করার প্রস্তাব করেছে। নিশ্চিত করেছে ভিয়েতনামের সরকারি সংবাদমাধ্যম। এ বছর ৮০ লাখ বিদেশি পর্যটক ভ্রমণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ভিয়েতনাম।

উল্লেখ্য, ২০১৯ সালে রেকর্ড ১ কোটি ৮০ লাখের বেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে দেশটিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com