ভিয়েতনাম ভিসা প্রসেসের গল্পটা নিশ্চয়ই শোনে থাকবেন।
কিভাবে ভিয়েতনামের ভিসা ১-৪ ঘন্টার মধ্যে ডাউনলোড করতে পারবেন। আপনার ভিসা সংশোধন অথবা পেন্ডিং ভিসা ইস্যু করতে পারবেন। চাইলে আর্জেন্ট ভিসা প্রসেস করতে পারেন। আসেন ভিয়েতনাম ভিসা প্রসেসের গল্পটা জানি।
পূর্বে ভিয়েতনাম ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্ট ধারীদের ভিসা প্রি অ্যাপ্রুভাল প্রয়োজন ছিল। যে কারণে চাইলেই সবাই ভিয়েতনামের ভিসা এরেঞ্জ করতে পারত না। কিন্তু গত ১৫ ই আগস্ট ২০২৩ থেকে Vietnam eVISA Portal চালু হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই পোর্টালটি সব দেশের সকল নাগরিকের জন্য ওপেন রাখা আছে। যে কারণে শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি সংযোজন করে যে কেউ অনায়াসে এই পোর্টাল থেকে ভিসা ইস্যু করে নিতে পারেন।
তাই, এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে Visa Approval Letter নেওয়ার আর কোন প্রয়োজন নেই।