শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

ভিন্নধর্মী চিন্তাই সফল করেছে তাকে

  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩

গান শোনার ওয়েবসাইট স্পটিফাইয়ের সহপ্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক। তরুণ উদ্যোক্তা মহলে সুইডিশ প্রযুক্তিবিদ ও ধনকুবের হিসেবে তাঁর বেশ সুখ্যাতি আছে। সংগীতের প্রতি ড্যানিয়েলের নাকি খুব একটা আগ্রহ নেই। তাতে কী? অনলাইনের গানের দুনিয়ায় ঠিকই শক্ত অবস্থান করে নিয়েছে তাঁর প্রতিষ্ঠান স্পটিফাই।

মাত্র ১৩ বছর বয়সে অন্যের জন্য ওয়েবসাইট তৈরির মাধ্যমে কাজ শুরু করেছিলেন তিনি। সময়টা ১৯৯৬ সাল, বুঝতেই পারছেন, সে সময় কাজটা এতটাও সহজ ছিল না। তখন ব্যক্তিগত ওয়েবসাইট বিষয়টি সম্পর্কে সাধারণের তেমন কোনো ধারণা ছিল না। সেই সময়ে প্রথম গ্রাহকের কাছ থেকে ১০০ ডলার (প্রায় ৮ হাজার ২০০ টাকা) ফি নিয়েছিলেন কিশোর ড্যানিয়েল।

১৮ বছরে পা রাখার আগেই ২৫ জনের বিশাল এক কর্মী বাহিনীকে নেতৃত্ব দেওয়া শুরু করেন তিনি। স্কুলের পড়াশোনা শেষে সুইডেনের আইটি-জিমন্যাসিয়েট কলেজ পর্যায়ের পড়াশোনা শেষ করেন। এরপর বিশ্বখ্যাত কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলোজিতে প্রকৌশল বিষয়ে ভর্তি হন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৮ সপ্তাহ পরই বিশ্ববিদ্যালয়কে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।

যোগ দেন আলোচিত টরেন্ট সাইট ইউটরেন্টের প্রধান নির্বাহী হিসেবে। ইউটরেন্টের প্রতিষ্ঠাতা লুডভিগ স্ট্রিজেয়াসের সঙ্গে দারুণ বন্ধুত্ব তৈরি হয় তাঁর। সে বছরই দুই বন্ধু মিলে শুরু করেন স্পটিফাই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে স্পটিফাইয়ের বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ৫ বিলিয়ন ডলার। স্পটিফাই ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ১৬ কোটি। গানের শিল্পী তিনি নন, অথচ গানের দুনিয়ায় একজন প্রভাবশালী ব্যক্তির নাম ড্যানিয়েল এক!

বিজনেস ইনসাইডার অবলম্বনে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com