মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মানুষের বদলে ভিসার আবেদন করেছিল স্বয়ংক্রিয় বা বট অ্যাকাউন্ট—এমনই অদ্ভুত অভিযোগে প্রায় দুই হাজার ভারতীয়র ভিসার আবেদন বাতিল করল ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতে ভিসাসংক্রান্ত একাধিক জালিয়াতিমূলক কার্যকলাপ ধরা পড়েছে। এই ধরনের আবেদনগুলো নেপথ্যে থাকা অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টগুলো সময়সূচি নীতি লঙ্ঘন করেছে। এ ছাড়া দূতাবাসের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, জালিয়াতি সহ্য করা হবে না। যারা সময়সূচি নীতি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ব্যাবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি১ ভিসা প্রয়োজন হয়। আর ঘুরতে যাওয়ার জন্য লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য কিংবা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে সে দেশে যেতে গেলেও বি২ ভিসারই দরকার হয়। সম্প্রতি দুই ভিসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেই কড়াকড়ি বেড়েছে। ভিসার আবেদনের নিয়মেও আনা হয়েছে কড়াকড়ি। মার্কিন ভিসা নবায়ন করাতে গেলে এখন থেকে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে বলে গত মাসেই জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরো জটিল হয়েছে ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ভিসা জালিয়াতি ও বেআইনি অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত দুই মাসে তিন দফায় কয়েক শ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মার্কিন দূতাবাস। প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই ভিসা ও পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ।

তার প্রায় এক সপ্তাহের মাথায় নিজেই পদক্ষেপ নিল দূতাবাস। সম্প্রতি ভুয়া তথ্য দিয়ে ভিসার আবেদনের একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। তদন্তে নেমে ওই ঘটনায় জড়িত ৩১ জনেরও বেশি অভিযুক্তর বিরুদ্ধে মামলা করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এজেন্টরাও। এই জাল নথিপত্রগুলো বানানোর জন্য অভিযুক্তরা আবেদনকারীদের কাছ থেকে ১৫ লাখ রুপি পর্যন্ত আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮, ৩৩৬, ৩৪০ ধারা এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৬(ডি) ধারার অধীনে মামলা করে তদন্ত শুরু হয়েছে।

সুত্র : আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com