শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০১:০০ অপরাহ্ন

ভারতে বাণিজ্যিক ভবন তৈরি করছে ট্রাম্প অর্গানাইজেশন

  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

দ্য ট্রাম্প অর্গানাইজেশন এবার ভারতের স্থানীয় অংশীদারদের নিয়ে দেশটিতে নতুন একটি বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন বা টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গতকাল বুধবার ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপারস পশ্চিমের পুনে শহরে ‘ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার’ নামে একটি নতুন আবাসন প্রকল্প শুরুর ঘোষণা দেয়। তাদের সঙ্গে অপর স্থানীয় অংশীদার হিসেবে থাকছে আবাসন খাতের প্রতিষ্ঠান কুন্দন স্পেসেস।  এই প্রকল্প থেকে বছরে প্রায় ২৯০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৬ লাখ বর্গফুট জায়গার ওপর ভবন নির্মাণ করা হবে। এতে দুইটি কাঁচের তৈরি টাওয়ার ও অফিসের জন্য ২৭তলা জায়গা থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই প্রকল্প ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের প্রথম বাণিজ্যিক আবাসন উদ্যোগ।

ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পুত্র সন্তান এরিক ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ভারত অসামান্য পর্যায়ের উৎসাহ দেখিয়ে ট্রাম্প ব্র্যান্ডকে স্বাগত জানিয়েছে।

তিনি বলেছেন, এর আগে বেশ কয়েকটি উচ্চ মানের আবাসন প্রকল্পের সফল বাস্তবায়নের পর এবার আমরা গর্বের সঙ্গে ভারতে আমাদের প্রথম বাণিজ্যিক প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছি।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্পের পরিবারের সদস্যদের ব্যবস্থাপনায় পরিচালিত ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের বাণিজ্যিক আবাসন খাতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ভারতে ট্রাম্পের ব্র্যান্ডযুক্ত চারটি আবাসিক কমপ্লেক্স রয়েছে। যার ফলে, ট্রাম্পের পরিবারের এই ব্যবসায় আমেরিকার পর ভারতই সবচেয়ে বড় বাজার হিসেবে বিবেচিত।

২০১৮ সালে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভারত সফর করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com