স্পিটি ভ্যালি তে জীবনে একবার হলেও যাবেন কারণ এটি ভারতের ভয়ংকর সুন্দর ও অস্থির রকমের যায়গা যা হিমাচল প্রদেশে অবস্থিত।
Spiti মানে হচ্ছে Middle Land অর্থাৎ এটি তিব্বত ও ইন্ডিয়ার ঠিক মাঝখানে অবস্থিত। আর এটিই একমাত্র যায়গা যা বৌদ্ধদের হাজার বছরের পুরাতন ইতিহাস জড়িত। এই স্পিটি ভ্যালি মুলত ১৪০০০ ফুট উপরে অবস্থিত মানে এটির বেশির ভাগই বিশাল পাহাড়ের উপর অবস্থিত। পাহাড় কেটে রাস্তা করা হয়েছে যা সত্যি অসাধারণ আবিস্কার।
এমনকি এই খানে নদীও আছে যা ১২০০০ ফুট পাহাড়ের উপর। কি অবাক হচ্ছেন? আসলে এখানের জীবনযাত্রা আলদা। এটাকে পৃথিবীর Cold Desertও বলা হয়ে থাকে। পাহাড় কেটে রাস্তা করা হয়েছে যা ধিরে ধিরে উপরের দিকে চলে গেছে।
এখানকার মানুষ এর বসবাস প্রায় ১৫০০০ ফুট উপরে গিয়ে শুরু। যখন কোন বাস বা কার চলবে মনে হবে আকাশ দিয়ে চড়ে বেড়াচ্ছেন কারণ নিচে কিছুই তেমন দেখা যাবে না। আর পাহাড় কেটে যাতায়াত এর ব্যবস্থা করা আছে। মোটামুটি আপনার কাছে মনে হবে আপনি সত্যি অন্য কোন গ্রহে চলে এসেছেন। এই Spiti valley তে লেকও পাবেন যা চরম দেখতে আর মনে হবে ওই যে আকাশ। চারিদিকে তাকালেই মনে হবে আকাশ আর পাহাড়।
স্পিটি ভ্যালিতে আছে দক্ষ ড্রাইভার কারণ পাহাড় কেটে রাস্তা করা তাই ৮০% রাস্তা ই বিপদ জনক। যখন কোন বাস বা কার চলাচল করে তখন পাহাড় ঘেষে বাস যাতায়াত করে কিন্তু অন্য পাশ পুরাই ফাকা থাকে মানে ৫/৬ ফুট জায়গা থাকে। একটু এদিক সেদিক হলেই সব শেষ। তবে স্পিটি ভ্যালিতে পৌঁছানোর পর একটু সস্তি পাবেন কারণ তখন আপনি পাহাড়ের রাস্তা বেয়ে ১০/১২ হাজার ফুট উপরে এসে বসবাসের যায়গা দেখতে পারবেন আর মানুষ তো আছেই তবে ৯০% বৌদ্ধ বসবাস করে।
Spiti valley তে যাবেন?
প্রথমে পাসপোর্ট করতে হবে তারপর ভারতের ট্যুরিস্ট ভিসা করতে হবে। এরপর বেনাপোল বর্ডার পার হয়ে শিয়ালদাহ স্টেশনে যেতে হবে। আর যারা ঢাকা/চিটাগাং থেকে প্লেনে করে যেতে চান তারা ঢাকা টু কলকাতা/দিল্লি যেতে পারেন।
যাইহোক আপনাকে শিয়ালদাহ স্টেশন থেকে দিল্লির ট্রেনে করে যেতে হবে। তারপর দিল্লি থেকে সরাসরি কুল্লু যাওয়ার বাস পাবেন অথবা দিল্লি থেকে সরাসরি মানালি যেতে হবে। তারপর কুল্লু থেকে কাজা যেতে হবে অথবা মানালি থেকে কাজা যেতে হবে।
প্লানটা এরকম হবে:
১। Sealdah to Delhi to Kullu to Kaza
২। Sealdah to Delhi to Manali to Kaza
দিল্লি থেকে বাসে করে যেতে হবে তাহলে সুবিধা হবে। তবে দিল্লি থেকে কুল্লু গেলেই সুবিধা। দিল্লি থেকে প্রতিদিন অনেক বাস ছাড়ে আর সময় লাগে প্রায় ৯/১০/১১/১২ ঘণ্টা। এক এক বাসে এক এক রকম সময় লাগে। কুল্লু থেকে রাত ৩ টার দিকে Kaza এর দিকে বাস ছাড়ে যা HRTC নিয়ন্ত্রণ করে।
অথবা দিল্লি টু মানালি যেতে পারেন তারপর মানালি ২ দিন ঘুরে Kaza (Spiti valley) যেতে পারেন। আর মানালি থেকে ভোর ৪ টা ৩০ মিনিটে Kaza এর দিকে বাস ছাড়ে। মুলত আপনাকে Kaza Bazar পর্যন্ত যেতে হবে এরপর হোটেল ভাড়া করতে হবে এবং সেখান থেকেই ট্যুরস করার জন্য কার/জিপ টাইপের গাড়ি হায়ার করে ঘুরে ঘুরে দেখতে হবে।
Kullu থেকে Kaza যেতে প্রায় ৫ ঘণ্টা ৩০ মিনিটের মত সময় লাগবে বাসে করে যেতে যা রাত ৩ টা ৪০ মিনিটে ছাড়ে। এটি Rothang Pass হয়ে Kunzum Le Pass হয়ে ২৩০ কি.মি. পথ পাড়ি দিয়ে ১৫০০০ ফুট উপরে উঠে যাবে যা পাহাড়ের রাস্তা দিয়েই যেতে থাকবে, সত্যি অসাধারণ ব্যাপার।
খরচ কেমন হবে?
১। শিয়ালদা টু দিল্লি = ১২৫০ টাকা (ট্রেনে)
২। দিল্লি টু কুল্লু বাস স্ট্যান্ড = ১২০০ টাকা (বাসে)
৩। মানালি টু Kaza Bajar = ৪০০ টাকা (বাসে)
অথবা কুল্লু টু Kaza Bajar = ৪৫০ টাকা (বাসে)
মোট খরচ হবে প্রতি জনে: ২৮৫০ টাকা (যেতে)
তাহলে যাওয়া + আসা মিলে = ৫৭০০ টাকা
এটি মুলত ১০০% চিপ রেট মানে নন এসি ট্রেন এবং নন এসি বাসের ভাড়া উল্লেখ করেছি।
#এবার আসুন একটু লাক্সারিয়াস ভাবে কত খরচ?
১। শিয়ালদাহ টু দিল্লি = ২৬৫০ টাকা (ট্রেনে)
২। দিল্লি টু কুল্লু বাস স্ট্যান্ড: ২০০০ টাকা (বাসে)
৩। মানালি টু Kaza Bazar: ৪০০ টাকা (বাসে)
অথবা কুল্লু টু Kaza: ৪৫০ টাকা (বাসে)
মোট খরচ হবে প্রতি জনে: ৫১০০ টাকা (যেতে)
তাহলে যাওয়া + আসা মিলে = ১০২০০ টাকা
এই খরচ হবে যদি এসি ট্রেনে ও এসি বাসে যেতে চান।
হোটেল ভাড়া প্রতি রুম বাবদ = ১৮০০/২০০০ টাকা
(২ জনের জন্য) আর খাওয়া দাওয়ার খরচ যোগ করে নিবেন।
ট্রেনের ভাড়া, সময় এবং অন্যান্য:
**গন্তব্য Howra/Sealdah to Delhi Station:
ট্রেনের নাম: POORVA EXP (রেগুলার)
ছাড়বে: সকাল ৮ টা ৫ মিনিটে
সময় লাগবে: ২২ ঘণ্টা
পৌঁছাবে: ভোর ৬ টা ৫ মিনিটে
ট্রেন নম্বর: ১২৩০৩
ট্রেনের নাম: SDAH RAJDHANI EXP (রেগুলার)
ছাড়বে: বিকেল ৪ টা ৫০ মিনিটে
সময় লাগবে: ১৭ ঘণ্টা ৩৫ মিনিট
পৌঁছাবে: সকাল ১০ টা ২৫ মিনিটে
ট্রেন নম্বর: ১২৩১৩
ট্রেনের নাম: HWH KALKA MAIL (রেগুলার)
ছাড়বে: সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে
সময় লাগবে: ২৫ ঘণ্টা ৫ মিনিট
পৌঁছাবে: রাত ৮ টা ৪৫ মিনিটে
ট্রেন নম্বর: ১২৩১১