ভারতে এমন একটি রাজ্য আছে যার কোনো রাজধানী নেই। রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত ২ জুন থেকে কোনো রাজধানী নেই অন্ধ্রপ্রদেশের।
২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে ২৯তম রাজ্যে পরিণত হয় তেলেঙ্গানা। একইসঙ্গে হায়দরাবাদকে ১০ বছরের জন্য উভয় রাজ্যের রাজধানী করা হয়েছিল।
২০১৪ সালের অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী, ১০ বছর পর হায়দরাবাদ কেবল তেলেঙ্গানার রাজধানী থাকবে এবং অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী করা হবে। সে হিসেবে ২ জুন ২০২৪ থেকে হায়দরাবাদ আর তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের যৌথ রাজধানী নয়।
অন্ধ্রপ্রদেশের রাজধানী নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি। তাই রাজ্যটির বর্তমানে কোনো রাজধানী নেই। তবে অমরাবতী এবং বিশাখাপত্তনমকে অন্ধ্রপ্রদেশের রাজধানী করা নিয়ে আইনি লড়াই চলছে।
এদিকে ২৩ বছর পরও স্থায়ী রাজধানী নেই উত্তরাখণ্ডের। ২০০০ সালের ৮ নভেম্বর উত্তরপ্রদেশ থেকে আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ হয়। তবে এখন পর্যন্ত কোনো স্থায়ী রাজধানী পায়নি রাজ্যটি। বর্তমানে দেহরাদূন রাজ্যটির অস্থায়ী রাজধানী।