মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

ভারতের বিখ্যাত সমুদ্রসৈকত ও দ্বীপপুঞ্জ

  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
ভারত এমন একটি উপমহাদেশ, যেখানে অনেক সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকত রয়েছে। সেই সব সমুদ্র সৈকতে প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। এ ছাড়াও এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই যে উপকূল রেখা বরাবর গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে ভারী চিত্তাকর্ষক। সমুদ্রের কাছাকাছি দাঁড়ালে নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয়। অনেক সময়ে নিজের বিক্ষিপ্ত মন শান্ত হয় সমুদ্রের সামনে এসে। আবার সমুদ্রের ঢেউয়ের গর্জনে অনেকে খুঁজে পায় বাঁচার মানে। তাই আপনি যদি এমন কেউ হন যাঁর মন নির্জনে কিছু সময় কাটাতে চাইছে আর সঙ্গী হিসেবে পেতে চাইছে শুধু মাত্র সমুদ্র আর সমুদের গর্জন এবং ছোট বড় ঢেউকে, তা হলে আজই জেনে নিন সেই সমস্ত ভারতীয় সমুদ্র সৈকত সম্পর্কে যা আপনাকে থিতু করবে, মুগ্ধ করতে তার অপার সৌন্দর্য নিয়ে। তাই এখানে আপনাদের জন্যই এমন নির্জন সমুদ্র সৈকতগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হল, যেখানে জীবনে অন্তত পক্ষে এক বার আপনার যাওয়া উচিত। তা হলে আপনার সমুদ্র প্রেম বাড়বে বই কমবে না।

​ওম বিচ, কর্ণাটক

​ওম বিচ, কর্ণাটক

কর্নাটকের অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত হল ওম বিচ। ওম বিচের নাম থেকেই এটা লক্ষ করলে দেখা যাবে, ওম চিহ্নটি হিন্দু আধ্যাত্মিক প্রতীকের আকার ধারণ করে। এর পাশাপাশি নজর দেওয়া যাক এর প্রতীকটির দিকেও। দুটি অর্ধচন্দ্রাকার আকৃতি এক সঙ্গে মিলিত হয়ে সেই ওম আকৃতি তৈরি করে এবং সূর্যাস্তের একটি দর্শনীয় দৃশ্যকে তুলে ধরে চোখের সামনে। তাই ওম বিচে এক বার গেলে আপনি নিরাশ হয়ে ফিরবেন না। সৈকত এবং সমুদ্রের আশ্চর্যজনক সংমেল এবং সৌন্দর্য এখানে পর্যটকদের মনের রসদ জুগিয়েছে। সৈকতে বেড়ানোর পাশাপাশি আপনি ওম বিচ ভিউ পয়েন্টে হাইকও করতে পারেন।

​বাটারফ্লাই বিচ, গোয়া

​বাটারফ্লাই বিচ, গোয়া

বাটারফ্লাই বিচকে গোয়ার একটি হিডেন জেম বা লুকানো রত্ন বললে মোটেও ভুল হবে না। নাম অনুসারেই এখানে বেশ কয়েকটি বিদেশি প্রজাতির অপরূপ সুন্দর প্রজাপতি দেখতে পাওয়া যায়। এই অর্ধবৃত্তাকার সৈকতটি ডলফিন দেখার জন্য বিখ্যাত, নৌকা বা ট্রলারের মাধ্যমে সমুদ্রের বেশ খানিকটা ভেতরে ঘুরেও আসা যায়। পালোলেম সৈকতের উত্তরে অবস্থিত বাটারফ্লাই বিচ। সেখান থেকে নৌকায় চড়ে সহজেই এই স্থানে পৌঁছনো যায়।

​অস্তরঙ্গ সমুদ্র সৈকত, ওড়িশা
​অস্তরঙ্গ সমুদ্র সৈকত, ওড়িশা

অস্তরঙ্গ সমুদ্র সৈকত ওড়িশার অন্যতম সুন্দর সৈকত যা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। অস্ত রঙ্গ সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সৌন্দর্য ভারী প্রাণবন্ত এবং মনোরম। শুধু পর্যটকদের জন্যই নয়, অস্ত রঙ্গ সমুদ্র সৈকত ফোটোগ্রাফার এবং বার্ড ওয়াচারদের জন্য এক অন্যতম স্বর্গ বলে মনে করা হয়।

​মারারি বিচ, কেরালা

​মারারি বিচ, কেরালা

কেরালা এমনিতেই গডস অন কান্ট্রি বা ঈশ্বরের নিজের দেশ। এই রাজ্যের সৌন্দর্য বাকি সমস্ত রাজ্যের তুলনায় আলাদা। কেরালার আলেপ্পির কাছে অবস্থিত মারারি বিচ কেরালায় ব্যাক ওয়াটার অবধি পৌঁছনোর জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি। ভিড় থেকে বেশ অনেকটা দূরে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে বিশ্রাম নিতে যেতে চাইলে মারারি বিচ আদর্শ। মারারিকুলামের মাছ ধরার গ্রাম, নারকেল ও খেজুর গাছের সারিবদ্ধ সৌন্দর্য এখানে বিখ্যাত। এ ছাড়াও যাঁরা আয়ুর্বেদের চর্চায় নিজেকে নিমজ্জিত করতে চান, তাঁরা এখানকার অনেক আয়ুর্বেদিক ম্যাসাজ কেন্দ্রের একটিতেও যেতে পারেন।

​রাধা নগর সৈকত, হ্যাভলক দ্বীপ

​রাধা নগর সৈকত, হ্যাভলক দ্বীপ

এটি ভারতের সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে একটি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপ শুধু সমুদ্র দেখার জন্যই বিখ্যাত নয়। এটি সবুজ বনে ঘেরা সমুদ্র সৈকত। ফিরোজা রঙের জলের সঙ্গে প্রসারিত নরম বালির সংমেল এমন একটি পরিবেশ তৈরি করে যে, আপনি এক বার এখানে এলে বার বার ফিরে যেতে চাইবেন। হ্যাভলক দ্বীপের এই রাধা নগর সৈকতটিকে সাধারণত সৈকত নং ৭ বলা হয়। আন্দামান ঘুরতে গেলে হ্যাভলক দ্বীপে যেতে হবেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com