মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০১:২১ অপরাহ্ন

ভারতের একমাত্র রাজ্য যেখানে রয়েছে ৫ টি আন্তর্জাতিক বিমানবন্দর

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

দেশের একপ্রান্তের সঙ্গে অন্যপ্রান্ত এখন জুড়ে গিয়েছে অনেকটাই। ভারতের বিভিন্ন প্রান্তে যেতে এখন বেশি সমস্যা হয় না। ভারতকে জুড়ে দিয়েছে ট্রেন। পাশাপাশি দেশের বহু বিমানবন্দরও ভারতের প্রতিটি প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

ভারতের এমন একটি রাজ্য রয়েছে যেখানে ৫ টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন। জেওয়ারে সম্প্রতি নয়ডা আন্তর্জাতিক এয়ারপোর্ট শুরু হয়েছে। ফলে উত্তরপ্রদেশ হল ভারতের প্রধান রাজ্য যেখানে ৫ টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। আগে উত্তরপ্রদেশে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। সেগুলি ছিল লখনউ এবং বারাণসী। তবে ২০১২ সালের পর এই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে।

২০২১ সালের ২০ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুশীনগরে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন। এরপর ২০২৩ সালে চালু হয় অযোধ্যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার নয়ডার কাছে জেওয়ারে ফের নতুন করে একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হল।

নতুন এই বিমানবন্দর থেকে দেশের সর্বত্র ভ্রমণ করা যাবে। এই নতুন বিমানবন্দরটি ১৩৩৪ হেক্টর জমিতে তৈরি করা হয়েছে। এখানে ১২ মিলিয়ন যাত্রী যাতায়াত করতে পারেন। এখান থেকে ১ লক্ষ বিমান ওঠানামা করতে পারবে। পাশাপাশি ২ লক্ষ ৫০ হাজার টন কার্গো যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এখানে যে টার্মিনালটি তৈরি করা হয়েছে তার পরিমান ১ লক্ষ স্কোয়ার মিটার। পাশাপাশি ২৮ টি বিমান এখানে থাকতে পারবে। দেশের বেশ কয়েকটি রাজ্যকে ইতিমধ্যে চিহ্নিত করে নেওয়া হয়েছে। সেখানে আরও বেশ কয়েকটি নতুন বিমানবন্দর তৈরি করা হবে বলেই খবর মিলেছে। নতুন যে বিমানবন্দরগুলি তৈরি করা হবে সেগুলি সবই আন্তর্জাতিক মানের তৈরি করা হবে বলেই জানা গিয়েছে। এখানেই শেষ নয়, দেশের বিভিন্ন অংশে যে বিমানবন্দরগুলিতে আন্তর্জাতিক উড়ান বেশি পরিমানে হয় সেগুলিকে আগামীদিনে আরও উন্নত করা হবে বলেও খবর মিলেছে। এবিষয়ে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com