সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

ব্যাঙের ছাতার মতো ট্রাভেল এজেন্সি, বিপাকে যাত্রীরা

  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

নিউইয়র্কে বিভিন্ন মওসুম উপলক্ষে ব্যাঙের ছাতার মত কিছু ট্রাভেল এজেন্সি গজিয়ে ওঠে। সুলভ মূল্যের প্রলোভন দেখিয়ে সস্তায় এয়ার টিকেট বিক্রি করছে তারা।

আর মওসুমী এসব ট্রাভেল এজেন্টদের কাছ থেকে টিকেট কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ যাত্রীরা। টিকেট কেনার পরও সম্প্রতি এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন একাধিক যাত্রী, যাদের মধ্যে বেশ কয়েকজন ওমরাহ হজযাত্রী রয়েছেন।

এয়ারপোর্ট থেকে ফেরত আসা একাধিক যাত্রী অভিযোগ করেছেন, জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে জমজমাট ট্রাভেল থেকে তারা এয়ার টিকেট কিনেছিলেন। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর তাদের যাত্রা বাতিল হয়ে গেছে। চেক ইন কাউন্টার থেকে জানানো হয়েছে, ট্রাভেল এজেন্সি তাদের টিকেটের মূল্য পরিশোধ করেনি।

একাধিক সূত্র জানায়, জমজম ট্রাভেল থেকে এয়ার টিকেট কেনা ৩৪ জন যাত্রী বিভিন্ন সময়ে এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন। তাদের বেশিরভাগই ওমরাহ হজের যাত্রী ছিলেন। আরো ৩৩ জন যাত্রী ঝুঁকির মধ্যে রয়েছেন, যাদের যাত্রা যে কোনো সময় বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে জমজম ট্রাভেলসের কর্ণধার তাওহীদ মুন্না ঠিকানাকে জানান, কিছু সমস্যার কারণে কয়েকজন যাত্রীর টিকেটে সমস্যা হয়েছিল। কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত আসার ঘটনা সত্যি নয়। যাদের ওমরাহ হজে যাওয়ার কথা, তারা সবাই ওমরাহ পালন করছেন। অনেকে ওমরাহ শেষে যুক্তরাষ্ট্রে ফিরেও এসেছেন।

তিনি দাবি করেন, যাদের টিকেটে সমস্যা হয়েছিল তাদের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। তাদের কাউকেই এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হয়নি।

এদিকে আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাটাব) সভাপতি মোহাম্মদ সেলিম হারুন ঠিকানাকে জানান, নিউইয়র্কে ৩৪টি প্রতিষ্ঠান অ্যাটাবের সদস্য। এই ৩৪টি ট্রাভেল এজেন্ট থেকে এয়ার টিকেট কিনলে পরবর্তীতে কোনো সমস্যা হলে অ্যাটাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু যারা সদস্য নন, তাদের কাছ থেকে টিকেট কিনে কেউ প্রতারিত হলে এর দায় আ্যাটাবের নয়। তিনি নিশ্চিত যাত্রার জন্য অ্যাটাব সদস্যভুক্ত ট্রাভেল এজেন্টের কাছ থেকে এয়ার টিকেট কেনার পরামর্শ দেন।

এখানে উল্লেখ্য, প্রায় আট বছর আগে জ্যাকসন হাইটসে ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেল কয়েক হাজার প্রবাসী যাত্রীর সঙ্গে প্রতারণা করেছিল। এয়ারপোর্ট থেকে ফিরে না আসার নিশ্চয়তার দিয়ে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করলেও একপর্যায়ে তারা যাত্রীদের অর্থ আত্মসাৎ করে। কয়েকজন ব্যবসায়ীর মধ্যস্ততায় কিছু যাত্রী অর্থ ফেরত পেলেও শত শত যাত্রীর অর্থ ফেরত পাননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com