ইল্যান্ডের একটি এয়ারলাইন্স হলো ব্যাংকক এয়ারওয়েজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এই এয়ারওয়েজের বিমান থাইল্যান্ডের উদ্দেশ্য ছেড়ে যায়। ১৯৬৮ সালে এই এয়ারওয়েজটি প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকক এয়ারওয়েজ বিভিন্ন দেশের ২০টি রুটে চলাচল করে।
প্রধান কার্যালয় ও যোগাযোগ
বিবাভাডি র্যাংসিট রোড
ক্যাটুক্যাক জেলা, ব্যাংকক, থাইল্যান্ড
ফোন: +৬৬-২-২৭০৬৬৯৯
ফ্যাক্স: +৬৬-২-২৬৫৫৫৫৬
ওয়েব: www.bangkokair.com
বাংলাদেশ কার্যালয়
এয়ার গ্যালাক্সি লিমিটেড, ৬ষ্ঠ তলা, তাজ ক্যাসিলিনা, ২৫ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।
ফোন: +৮৮-০২-৯৮৫৪৫২৬-২৭
ফ্যাক্স: +৮৮-০২-৯৮৫৪৫৩০
ই-মেইল: [email protected]
যে সব মহাদেশে ফ্লাইট পরিচালনা করে থাকে
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যে সব দেশে ফ্লাইট বুকিং দেওয়া যায়
দেশ | বিমানবন্দর/স্থান |
বাংলাদেশ | ঢাকা |
জার্মানী | বার্লিন |
ফ্রান্স | প্যারিস |
ইংল্যান্ড | লন্ডন |
অস্ট্রেলিয়া | ক্যানবেরা |
জাপান | টোকিও |
থাইল্যান্ড | ব্যাংকক |
মালয়েশিয়া | কুয়ালালামপুর |
কাতার | দোহা |
ফ্রান্স | লিঁও |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর সিটি |
কম্বোডিয়া | কম্বোডিয়া |
বুকিং পদ্ধতি
কাতার এয়ারওয়েজের টিকিট দুইভাবে সংগ্রহ করা যায়। সরাসরি ও অনলাইনের মাধ্যমে।
অনলাইন টিকিট সংগ্রহের পদ্ধতি
অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে গ্রাহককে ওয়েব সাইডে গিয়ে রেজি: করতে হয়। রেজি: করার পর নির্দিষ্ট ফরম সঠিক করে পূরণ করতে হয়। ফরম পূরনের পর নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টাকা কিভাবে দিতে হবে ওয়েব সাইডে তার নির্দেশনা দেওয়া রয়েছে।
সুবিধা সমূহ
যাত্রীর সঙ্গে বহনযোগ্য জিনিসপত্র
খোলা-বন্ধের সময়সূচী
বার | সময় সূচী |
শনিবার থেকে বৃহ:বার | সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা |