বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ পরিবার ও ৯ গ্রুপের সম্পদের খোঁজে ১০ টিম ব্যবসায়ী গ্রুপের মধ্যে রয়েছে এস আলম, সামিট, বেক্সিমকো বসুন্ধরা, ওরিয়ন, নাশা ও জেমকন গ্রুপ যুক্তরাজ্যে ই-ভিসা নিয়ে বিপাকে হাজারো বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাবে আড়াই হাজার পান্ডা কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প দেশের মাটিতে দাঁড়িয়েই দেখুন কাঞ্চনজঙ্ঘা ঢাকায় নিয়োগ দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি সিলেটের প্রথম ফাইভ স্টার রেস্টুরেন্ট ‘প্লাটিনাম লাউঞ্জ’ ঘুরে আসুন ঢাকা হেরিটেজ রিসোর্টে বেস্ট ওয়েস্টার্ন লা ভিঞ্চি হোটেল

বেস্ট ওয়েস্টার্ন লা ভিঞ্চি হোটেল

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এটি একটি তিন তারকা হোটেল। বাংলাদেশ এবং ইটালী এর যৌথ উদ্যোগে এটি প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম হোটেল “Best Western International” এর একটি রিজিওনাল শাখা। এটি এর গ্রাহক এবং পর্যটকদের নিকট বাংলাদেশ এবং ইটালীয় দেশের আতিথেয়তা উপস্থাপন করে থাকে।

ঠিকানা এবং অবস্থান

বেষ্ট ওয়েস্টার্ন লা ভিঞি হোটেল

৫৪, কাওরান বাজার, ঢাকা-১২১৫

ফোন: ৮৮০২-৯১১৯৩৫২, ফ্যাক্স: ৮৮০২-৯১৩১২১৮

ইমেইল: [email protected] , [email protected]

ওয়েব সাইট: www.lavincihotel.com

সুবিধাসমূহ

  • অতিথি এবং পর্যটকদের জন্য এখানে স্যুট এবং এক্সিকিউটিভ ডিলাক্স রুম রয়েছে।
  • রয়েছে সুপ্রশস্ত লবি এবং লাউঞ্জ।
  • মার্জিত রেষ্টুরেন্ট।
  • কফি শপ এবং মিনিবার।
  • রুফ টপ বার।
  • সর্বাধিক সুবিধা সম্পন্ন কনফারেন্স হলরুম।
  • অডিও/ভিজু্‌য়্যল ইকুইপমেন্ট
  • ব্যঙ্কুয়েট স্পেস
  • কারেন্সী এক্সচেঞ্জ
  • সেফটি ডিপোজিট প্রোবলেম।
  • ২৪ ঘন্টা বিজনেস সেন্টার সুবিধা
  • লবিতে এবং রুমে প্রতিদিনের দৈনিক পত্রিকা রাখার ব্যবস্থা।
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস
  • ১২ তলায় অবস্থিত ফিটনেস সেন্টার, সোনা এবং জুকুজি।
  • সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
  • লন্ড্রী সার্ভিস।
  • এয়ারপোর্ট থেকে অতিথি পরিবহনের জন্য নিজস্ব গাড়ী রয়েছে।
  • হোটেলের ১২তম তলায় রয়েছে রেন্ট এ কার অফিস।
  • ট্রাভেল ডেস্ক।
  • ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা।
  • আউটসাইড ক্যাটারিং।
  • এয়ারপোর্টে নিজস্ব রিসিপশন বুথ।
  • ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা

রুম

এখানে রয়েছে সর্বাধুনিক সুবিধাসহ ৮টি স্যুট এবং ৫১টি গেষ্টরুম। সমস্ত রুমই এসিযুক্ত। অধুমপায়ীদের জন্য এখানে আলাদা ফ্লোর রয়েছে। রুমের ধরন এবং ভাড়া নিম্নরূপ:

এক্সিকিউটিভ ডিলাক্স

ইউ এস ডলার ৯৪++

এক্সিকিউটিভ ডিলাক্স (টুইন)

ইউ এস ডলার ১০২++

লা ভিনসি স্যুট

ইউ এস ডলার ১০২++

লা ভিনসি স্যুট (টুইন)

ইউ এস ডলার ১২৭++

  • ১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাট আলাদা পরিশোধ করতে হয়।
  • কমপক্ষে ৩ দিন পূর্বে থেকে রুম বুকিং দিতে হয়। বুকিং দেয়ার সময় ৫০% ভাড়া পরিশোধ করতে হয়।

রুম সুবিধা

  • লকার সুবিধা।
  • স্যাটেলাইট টেলিভিশন
  • ইস্ত্রী এবং ইস্ত্রী বোর্ড।
  • চা এবং কফি তৈরীর মেশিন।
  • রিমোট কন্ট্রোলসহ এসি।
  • IDD টেলিফোন।
  • ইন্টারনেট।
  • মিনি বার।
  • ধোঁয়া নির্ণায়ক এবং ফায়ার এক্সটিংগুইসার।
  • বাথরুমে হেয়ার ড্রায়ার সুবিধা।
  • এলার্ম ক্লক।

রেষ্টুরেন্ট এবং বার

লা ভিনসি ভবনের ১৩ তলায় রয়েছে “Light Italy” নামক রেষ্টুরেন্ট। এখানে থাই, চাইনীজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল এবং বাংলাদেশী খাবার পাওয়া যায়। এছাড়াও রয়েছে কফি শপ এবং লবি লাউঞ্জ। এখানে আন্তর্জাতিক মানের বিয়ার, ওয়াইন পাওয়া যায়। এখানে জনপ্রতি ব্রেকফাস্টের মূল্য ৪০০ টাকা, লাঞ্চের মূল্য ১০০০ টাকা এবং ডিনারের মূল্য ১২০০ টাকা।

ব্যাঙ্কুয়েট, মিটিং এবং কনফারেন্স

কর্পোরেট মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের জন্য এখানে রয়েছে আন্তর্জাতিক মানের ব্যাঙ্কুয়েট এবং কনফারেন্স হল। ব্যাঙ্কুয়েটের ভাড়া নিম্নরুপ:

Hall Name  U-Shape Theater Banqueting
Monalisai – 1 30 person 50 person 40 person
Monalisai – 2 50 person 100 person 80 person
Monalisai – 3 25 person 35 person 30 person
Coffee Shop 30 person 50 person 70 person
Conference 30 person —– —–
Banq. Halls —- 150 person

সারাদিনের জন্য হলরুমের আনুমানিক ভাড়া কমপক্ষে ৩০,০০০ টাকা এবং কনফারেন্স রুমের ভাড়া ১৫,০০০ টাকা।

বিল পরিশোধ পদ্ধতি

এখানে নগদ টাকায় বিল পরিশোধ করতে হয়। এছাড়া এটিএম কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ডে বিল পরিশোধ করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com