পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন আলোচিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকারি ব্যবস্থাপনায় চালুর পর আয়ের ৩ লাখ ২৬ হাজার ৪৬১ টাকা সরকারি কোষাগারে জমা করেছেন তদারকি কমিটির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সর্বশেষ আয়ের ১ লাখ ৬০ হাজার টাকা জমা দেওয়া হয়। এদিন বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ও তদারকি কমিটির সদস্য সচিব মো. মশিউর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গত শুক্রবার (১৪ জুন) থেকে গত বুধবার (১৯ জুন) পর্যন্ত ৬ দিনে পার্কের মধ্যে দর্শনার্থী প্রবেশ এবং রাইড ফি বাবদ আয় হয়েছে ২ লাখ ৭১ হাজার ৫ টাকা। এ ছাড়া কাশফুল বিক্রি করে ২০ হাজার টাকা ও আম বিক্রি করে আরও ৪৮ হাজার ২১৬ টাকা আয় হয়েছে। সব মিলিয়ে মোট আয় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৬১ টাকা। আয় হওয়া এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় যে হিসাব খোলা হয়েছে সেই হিসাবে জমা করা হয়েছে।