বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

বেতন, স্টক অ্যাওয়ার্ড মিলে গুগল সিইও সুন্দর পিচাইয়ের আয় আকাশছোঁয়া

  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থার কর্তা। তার বেতনও যে অকল্পনীয় হবে, তা বলাই বাহুল্য। ২০২২ সালে প্রায় ২২৬ মিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ পেয়েছেন গুগল ও এর মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই।

বেতন, সুযোগ-সুবিধা ও শেয়ার (স্টক অ্যাওয়ার্ড) মারফত পুরোটা পেয়েছেন ভারতের আইআইটি খড়গপুরের প্রাক্তন এই শিক্ষার্থী।

অনেকে অবশ্য একজন সিইওর সঙ্গে সংস্থার কর্মীদের বেতনের এতটা পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন। সম্পদের অসম বণ্টনের দাবি করছেন তারা।

হিসাব অনুযায়ী, সুন্দর পিচাইয়ের এই মোট বেতন একজন গড় গুগল কর্মীর বেতনের প্রায় ৮০০ গুণ।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি খরচ কমানোর প্রক্রিয়ায় প্রবেশ করেছে গুগল। আর তার অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে তারা। এমন পরিস্থিতিতে সিইওর এত বেশি বেতন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

তবে পাল্টা কথাও বলছেন অনেকে। তাদের মতে, গুগলের সিইও হিসেবে বিশ্বের প্রযুক্তি জগতের ভবিষ্যতের অন্যতম দিশারী সুন্দর পিচাই। তার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে।

তাছাড়া গুগলের পরিকল্পনা, গোপনীয়তা, দীর্ঘমেয়াদী ভাবনা ইত্যাদি অনেককিছুই পিচাইয়ের উপর নির্ভরশীল। ফলে স্বাভাবিকভাবেই এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সংস্থায় ধরে রাখতে চড়া বেতন দিতেই হবে। নয়তো তাকে নেওয়ার জন্য বিশ্বের আরও তাবড় সংস্থা মুখিয়ে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com