1. [email protected] : চলো যাই : cholojaai.net
বেইজিংয়ের ফরবিডেন সিটি
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
Uncategorized

বেইজিংয়ের ফরবিডেন সিটি

  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১

চীনের রাজধানী বেইজিংয়ের কথা উল্লেখ করলে অনেকের মনে পড়বে মহাপ্রাচীরের কথা। আবার অনেকে ভাববেন নিষিদ্ধ নগর বা ফরবিডেন সিটির কথা।

হ্যাঁ, বেইজিংয়ের কেন্দ্রীয় অঞ্চল থিয়েনআনমেন মহাচত্ত্বরের ঠিক উত্তরে সুমহান প্রাচীন স্থাপত্যের সংগ্রহশালা আছে। বিশ্বখ্যাত নিষিদ্ধ নগর (ফরবিডন সিটি) বা রাজপ্রাসাদ জাদুঘর। বেইজিংয়ের রাজপ্রাসাদ জাদুঘর হলো চীনের প্রাচীন প্রাসাদ স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম। উপরন্তু এটি বর্তমানে পৃথিবীর সংরক্ষিত সবচেয়ে বড় আকার, সম্পূর্ণ একটি প্রাচীন কাঠের তৈরি স্থাপত্য। ১৯৮৭ সালে নিষিদ্ধ নগরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ইউনেস্কো একে সংরক্ষিত প্রাচীন কাঠের কাঠামোর বৃহত্তম সংগ্রহ হিসাবে তালিকাভুক্ত করে।

চলুন বেড়িয়ে আসি: বেইজিংয়ের ফরবিডেন সিটি

নিষিদ্ধ নগরী ছিল চীনের রাজপ্রাসাদ, যা মিং রাজবংশের আমলে তৈরি হয়। এটি চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত। বর্তমানে এটি প্রাসাদ জাদুঘর। ১৫ বছর ধরে দশ লাখেরও বেশি শ্রমিক প্রাসাদ নির্মাণের কাজ করেন। নিষিদ্ধ নগরের আকার এতো বিশাল, শৈলী এতো সুন্দর, স্থাপত্য এত সুমহান এবং আসবাবপত্র এত বিলাসী যা পৃথিবীতে খুব কম দেখা যায়। এর আয়তন ৭ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি। উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য প্রায় এক হাজার মিটার, পূর্ব-পশ্চিম দিকে প্রস্থ প্রায় আটশ’ মিটার। চার দিকে দশ মিটারেরও বেশী উঁচু দেয়াল আছে। দেয়ালের বাইরে চারদিক ঘিরে ৫০ মিটার চওড়া আয়তাকার জলাধার রয়েছে। প্রায় ৫০০ বছর ধরে, এটি সম্রাট এবং তাদের পরিবারের পাশাপাশি চীন সরকারের আনুষ্ঠানিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করেছে। সম্রাটের অনুমতি ছাড়া এ এলাকায় কেউ প্রবেশ করতে বা এলাকা ত্যাগ করতে পারতো না বলে এর নাম ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগর হয়েছিলো। ইউয়ান রাজবংশের সময় এখানে প্রথম রাজকীয় নগর গড়ে ওঠে।

১৪০৬ থেকে ১৪২০ সালে তৈরি হয় এ স্থানটি। জটিল ভবনগুলো ৭,২০,০০০ বর্গ মিটার জুড়ে ৯৮০ ভবন নিয়ে গঠিত। রাজ প্রাসাদ হিসেবে  নিষিদ্ধ নগরে অসংখ্য মূল্যবান পুরাকীর্তি সংরক্ষিত আছে। পরিসংখ্যানে দেখা যায়, এখানে ১০ লাখেরও বেশি মূল্যবান পুরাকীর্তি আছে। নিষিদ্ধ নগরে যে পরিমাণ পুরাকীর্তি সংরক্ষিত হয়েছে, তার পরিমাণ চীনের পুরাকীর্তির ছয় ভাগের এক ভাগ! এ সব পুরাকীর্তির মধ্যে অনেকগুলোই হলো অমূল্য রাষ্ট্রীয় সম্পদ। বিংশ শতাব্দীর আশির দশকে চীন সরকার শতাধিক ভূগর্ভস্থ ভাণ্ডার তৈরি করে। নিষিদ্ধ নগরের বেশিরভাগ পুরাকীর্তি এখন এসব ভূগর্ভস্থ ভাণ্ডারে রাখা হয়েছে। রাজপ্রাসাদ ঐতিহ্যবাহী চীনা চমত্কার স্থাপত্যের দৃষ্টান্ত, যা বিশ্বজুড়ে সংস্কৃতি এবং স্থাপত্যকে প্রভাবিত করেছে।

চলুন বেড়িয়ে আসি: বেইজিংয়ের ফরবিডেন সিটি

ফরবিডেন সিটি এখন আর নিষিদ্ধ নয়। ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগর এখন পর্যটকদের জন্য পুরোপুরি উন্মুক্ত।

চলুন বেড়িয়ে আসি: বেইজিংয়ের ফরবিডেন সিটি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com