জাপান অর্থনৈতিক দিক থেকে যেমন উন্নত, তেমনি দেশটি শিক্ষাব্যবস্থার দিক থেকেও এগিয়ে চলেছে। জাপানের উচ্চশিক্ষার মান বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে, সারাবিশ্বেই তা গ্রহণীয় ও সমাদৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের ছাত্রছাত্রীরাও পাচ্ছেন পড়াশোনার অনেক সুযোগ। পড়ালেখা ও গবেষণার জন্য যেয়ে থাকেন। করছেন জাপানে। বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপান। স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য এ বৃত্তি দেবে দেশটি। বৃত্তির নাম ‘এডিবি স্কলারশিপ-২০২৪’। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে পড়তে পারবেন দেশটির টোকিও বিশ্ববিদ্যালয়ে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সব সদস্য দেশের নাগরিক এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-মেইলে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে: https://www.k.u-tokyo.ac.jp/ en/exam/master/ foreign_research_students/ adb_jsp/v