বছরজুড়েই রয়েছে বিদেশে স্কলারশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফেলোশিপ, ইন্টার্নশিপসহ অনেক সুযোগ। এসব অবারিত সুযোগ কাজে লাগিয়ে আপনিও পড়াশোনা করার সুযোগ পেতে পারেন প্রিয় কোনো শহরের সেরা বিশ্ববিদ্যালয়ে। তার আগে আমাদের জেনে নিতে হবে কীভাবে আমরা এসব তথ্য পাব। চিভনিং, ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামসহ বিভিন্ন দেশের সরকারি বৃত্তির খোঁজখবর পাওয়া যায় অনলাইনেই। ওয়েবসাইটে বিভিন্ন সরকারি বৃত্তির বিজ্ঞপ্তি ও আবেদনের বিস্তারিত নিয়মিত প্রকাশ করা হয়।
সরকারি বৃত্তির খোঁজ পাবেন এই ওয়েবসাইটে https://www. shed.gov.bd/site/view/scholarship
সরকারি ও বেসরকারি পর্যায়ে কয়েকটি বৃত্তি হলো– জাপানের মনবুশো বৃত্তি ও মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি, এমএইচটিটি স্কলারশিপ প্রোগ্রাম, জার্মানির ডিএএডি, অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্ট স্কলারশিপ, যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ, শেভেনিং স্কলারশিপ, কানাডার হাম্বার ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ ইত্যাদি। এ ছাড়া প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ এবং আংশিক বৃত্তির সুযোগ রয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি
উচ্চ শিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য কানাডা। প্রতিবছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী কানাডায় পড়তে যান। শিক্ষার্থীদের পড়ালেখার জন্য কানাডা দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এ দেশে পড়তে যাচ্ছেন। সহজ অভিবাসন নীতি ও প্রাকৃতির সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নিচ্ছেন। কানাডায় সব পর্যায়ের পড়াশোনার মান বেশ উন্নত। শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে কানাডার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে অন্যতম সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশ্বের শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এটি দেশটির কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি ২০২৪ সালে কানাডাসহ সারাবিশ্বের শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এ আবেদন জানুয়ারি ২০২৪-এ শুরু হতে যাওয়া উইন্টার ইনটেকের জন্য। ইংরেজি ভাষাভাষীর বাইরের দেশের নাগরিকদের আইইএলটিএস ৬ দশমিক ৫ অথবা টোফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে।
আবেদনের সময়সীমা
বিদেশি শিক্ষার্থীরা এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। কানাডার নাগরিকরা এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভাষাগত দক্ষতা
ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে। কিন্তু ইংরেজি ভাষাভাষীর বাইরের দেশের নাগরিকদের আইইএলটিএস ৬ দশমিক ৫ অথবা টোফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে।
আবেদনের লিংক: https://grad.usask.ca/admissions/how-to-apply.php
বৃত্তি-সম্পর্কিত আরও তথ্য জানতে https://students.usask.ca/money/ scholarships.phpprogramme#about-this-scholarship
ফেলোশিপের খোঁজখবর
সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা ধরনের ফেলোশিপের সুযোগ আছে তরুণদের জন্য। দেশভেদে বিভিন্ন ফেলোশিপের প্রশিক্ষণ ও কার্যক্রম কয়েক সপ্তাহ থেকে মাসব্যাপীও হয়ে থাকে।
https://bangla.youthop.com/ ওয়েবসাইটে বৃত্তি, ফেলোশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রামসহ নানা হালনাগাদ তথ্য পাওয়া যায় সব সময়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ
বিশ্বের প্রাচীনতম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা করলেই ফেলোশিপ নিয়ে পড়তে পারবেন যে কেউ। এ জন্য ব্যয় করতে হবে না কোনো অর্থ। কারণ, ফেলোশিপে আছে বৃত্তির সুযোগ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ ইনস্টিটিউট এ ফেলোশিপ দেবে। ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে মানবিক, সামাজিক বিজ্ঞান ও ক্রিয়েটিভ আর্টসের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের আবেদন করতে হবে ৫ অক্টোবরের মধ্যে।
যত দিনের ফেলোশিপ
ফেলোরা সেপ্টেম্বর ২০২৪-এ ফেলোশিপ প্রোগ্রাম শুরু করে শেষ করবেন ২০২৫ সালের মে মাসে।
আগ্রহী প্রার্থীরা https://radcliffe.onlineapplicationportal.com/default.aspx ক্লিক করে আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপ কীভাবে খুঁজবেন?
অনলাইনে ইন্টার্নশিপ খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন। এর জন্য ব্রাউজারে ‘Internships ‘Internships near me’ near me’ কিংবা আপনার জায়গার নাম অনুযায়ী (যেমন-Internship in Japan, Internship in Usa) সার্চ করুন।
চাকরি খোঁজার ওয়েবসাইট ও অ্যাপে ইন্টার্নশিপ খোঁজার সুবিধা রয়েছে। বর্তমানে ফেসবুকের মাধ্যমে চাকরি ও ইন্টার্নশিপ খোঁজা সম্ভব। এর জন্য সার্চ অপশন ব্যবহার করুন। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েও ইন্টার্নশিপ সম্পর্কে খোঁজ নিতে পারেন।