পাহাড় সমুদ্রের অপরূপ সৌন্দর্য আর তার সাথে প্যারাসেইলিং করে উড়বার অপূর্ব সুযোগ, এই অসাধারণ মেলবন্ধন শুধু দরিয়া নগর সৈকতেই রয়েছে। পাহাড়, সমুদ্র আর সূর্যের অপূর্ব মিলনমেলা ঘটেছে দরিয়া নগর সমুদ্র সৈকতে। প্রকৃতির এই মন জুড়ানো সৌন্দর্য অবলোকনের জন্য যেতে হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ধরে কলাতলী মোড় থেকে মাত্র ৪ কিলোমিটার পূর্বদিকে। এখানেই দরিয়া নগর সী বীচ।
বিমুগ্ধকর এক সূর্যাস্ত উপভোগ করতে পারবেন এখান থেকে। দরিয়ানগরে উঁচু পাহাড়ের নিচ দিয়ে আঁকাবাঁকা একটি সুড়ঙ্গ পথ আছে, যা শাহেনশাহ গুহা নামে পরিচিত, আরও আছে ছোট কিছু ঝিরি ঝর্ণা। ভিন্ন ভ্রমণ স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন এই গুহা থেকে।
যাওয়ার উপায়: ঢাকা থেকে কক্সবাজারগামী বিভিন্ন এসি ও নন-এসি বাস সার্ভিস রয়েছে। এদের মধ্যে সৌদিয়া, এস আলম এর মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য। ভাড়া পড়বে জনপ্রতি ৯০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম হয়ে আপনি কক্সবাজার যেতে পারেন। আর যদি বাজেট বেশি হয়ে থাকে তবে কক্সবাজার যেতে আকাশপথ বেছে নিতে পারেন। কক্সবাজারের যেকোন জায়গা থেকে দরিয়া নগর যেতে পারবেন খুব সহজেই। অটোরিকশা/ ইজিবাইক/ বা সিএনজি দিয়ে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য দেখতে দেখতে চলে যান দরিয়া নগরে। লোকাল অটোরিকশায় গেলে ভাড়া নিবে ২০ টাকা।
থাকবেন যেখানে: কক্সবাজারে পর্যটকদের জন্য অসংখ্য আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। ঢাকা থেকেই ফোন দিয়ে বুকিং দিতে পারবেন। এখানে রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত মোটেল শৈবাল, তারকা মানের সিগাল হোটেল, হোটেল সী-প্যালেস, হোটেল সী-ক্রাউন, হোটেল ওশান প্যারাডাইজ লি:, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল ইত্যাদি। এখানে থাকতে খরচ পড়বে এক রাতের জন্য এক হাজার থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা। এছাড়াও কক্সবাজারে কমমূল্যের অনেক হোটেল রয়েছে থাকার জন্য।
টিপস:
*প্যারা সাইক্লিং করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন।
*উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগে আক্রান্ত হলে এই অভিজ্ঞতা নেয়া থেকে বিরত থাকুন।
জানিয়ে দিচ্ছি আশেপাশের ভ্রমণ জায়গা গুলো সম্পর্কে-
কক্সবাজারে দরিয়া নগর সী বিচের পাশাপাশি ভ্রমণ করতে পারেন ইনানী সমুদ্র সৈকত,হিমছড়ি,রামু বৌদ্ধ মন্দির,পাতাবাড়ী বৌদ্ধ বিহার,বড়ঘোপ সমুদ্র সৈকত,রাখাইন পাড়া,কক্সবাজার সমুদ্র সৈকত প্রভৃতি জায়গায়।