বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

বিশ্বের ৮ রোমান্টিক শহর

  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

ভ্যালেন্টাইন ডে ভালোবাসা প্রকাশের বিশেষ একটি দিন। দৈনন্দিন জীবনের রুটিন থেকে ছুটি নিয়ে রোমান্টিক যাত্রা উপভোগ করার সুযোগ হয় এই দিনে। অনেক দম্পতি দিনটি সামনে রেখে পাড়ি জমান পৃথিবীর নানা প্রান্তে। ভেনিস থেকে শুরু করে বালি পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কয়েকটি রোমান্টিক শহরের আদ্যোপান্ত।

১। প্যারিস

ভালোবাসার শহর হিসেবে পরিচিত ফ্রান্সের এই শহর। যুগলদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য। সেইন নদীর তীরে ক্যান্ডেল লাইট ডিনার থেকে শুরু করে টিউইলারিজের সুন্দর বাগানের মধ্য দিয়ে হাঁটার সময় সঙ্গীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় দ্বিগুণ। রোমান্টিকতায় ভরপুর প্যারিস। পুরো শহরের একটি নান্দনিক দৃশ্য দেখার জন্য অনেক দম্পতি আইফেল টাওয়ারের শীর্ষে চড়েন। হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজও নাকি কেটি হোমসকে আইফেল টাওয়ারের সামনেই প্রপোজ করেছিলেন।

২। ভেনিস

জল বেষ্টিত ইতালির এই সুন্দর শহরটি অনেক দম্পতির কাছে স্বপ্নের গন্তব্য। ভেনিসের সৌন্দর্য অতুলনীয় এবং অনস্বীকার্য। এর মনোরম খাল এবং আরামদায়ক গন্ডোলাগুলোর (ভেনিসের ঐতিহ্যবাহী নৌকা) কারণে শহরটি দম্পতিদের কাছে আকর্ষণীয়। প্রতি বছর ভেনিসে প্রায় ২০ মিলিয়ন পর্যটককে স্বাগত জানানো হয়।

৩। রোম

ইতিহাস পছন্দ করেন এমন দম্পতিদের কাছে রোম খুবই জনপ্রিয় একটি শহর। ইতালির এই শহরে রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং সুন্দর স্থাপত্য। শহরের অলিগলিতে থাকা ক্যাফেগুলো রোমান্টিকতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ভিলা বোর্গিসের সুন্দর উদ্যানগুলোর মধ্যে দিয়ে হাঁটা, জ্যানিকুলাম পাহাড়ের চূড়া থেকে অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ কিংবা আইকনিক কলোসিয়ামে গিয়ে নিজেদের মধ্যে প্রেম আরো বাড়িয়ে তোলেন দম্পতিরা।

৪। সান্তোরিনি

আইকনিক সাদা ভবন, নীল সমুদ্র ও সূর্যাস্তসহ গ্রীসের সান্তোরিনিকে একটি রোমান্টিক গন্তব্যের প্রতীক হিসেবে ধরা হয়। ক্লিফসাইড গ্রামগুলোর রাস্তায় সঙ্গীকে নিয়ে ভ্রমণ ও এজিয়ান সাগরের দৃশ্য দেখতে দেখতে গ্রীক খাবার উপভোগ করার সময় রোমান্টিকতা বাড়িয়ে দেয় অনেক।

৫। বালি

যারা গ্রীষ্মমন্ডলীয় গন্তব্য খুঁজছেন তাদের জন্য ইন্দোনেশিয়ার বালি আদর্শ একটি জায়গা। দুজন মিলে একসঙ্গে যোগব্যায়াম ক্লাস করতে পারবেন বালিতে। সূর্যাস্তের সময় একটি রোমান্টিক ডিনার ক্রুজ ভ্রমণপ্রিয় দম্পতিদের কাছে খুবই জনপ্রিয়।

৬। কিয়োটো

জাপানের এই মনোরম শহরটি দম্পতিদের জন্য একটি রোমান্টিক যাত্রাপথ। এখানে রয়েছে মধ্যযুগীয় মন্দির এবং উদ্যান। দম্পত্তিরা চমৎকার আরাশিয়ামা ব্যাম্বু গ্রোভের মধ্য দিয়ে ঘুরে বেড়ান বা সুপরিচিত ফুশিমি ইনারি মন্দিরে যান।

৭। বার্সেলোনা

এই প্রাণবন্ত শহরটি তার অনন্য স্থাপত্যের জন্য পরিচিত। শিল্প ও সংস্কৃতির প্রশংসাকারী দম্পতিদের জন্য এটি একটি নিখুঁত গন্তব্য। দুজন মিলে এখানকার গথিক কোয়ার্টারের সুন্দর রাস্তায় ঘুরে বেড়ান। অথবা আইকনিক পার্ক গুয়েল এবং সাগ্রাদা ফ্যামিলিয়াসহ অ্যান্তোনি গাউডির বিরল কাজের প্রশংসা করে থাকেন সব দম্পতিই। সঙ্গীকে নিয়ে বিশ্ববিখ্যাত কিছু শিল্পকর্ম দেখতে পিকাসো মিউজিয়ামে যান অনেকেই। বার্সেলোনার স্থানীয় তাপস বারে রোমান্টিক ডিনার উপভোগ করতে দেখা যায় অনেক দম্পত্তিকেই।

৮। ভিয়েনা

যেসব দম্পতি শাস্ত্রীয় সংগীত উপভোগ করেন তাদের জন্য এই শহরটি শ্রেষ্ঠ একটি গন্তব্য। শহরটি অত্যাশ্চর্য স্থাপত্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। শহরের শাস্ত্রীয় সংগীত ভেন্যুগুলোর একটিতে কনসার্ট উপভোগ করে ভালোবাসা দিবসটি করে তুলতে পারেন আরো স্মরণীয়। অন্যদিকে, শহরের কফিহাউসগুলোতে ডেজার্ট উপভোগ করে দম্পতিরা ভালোবাসা দিবসকে আরো মিষ্টি করে তোলেন।

সূত্র- হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com