করোনা ভাইরাসের এর বিস্তার বন্ধ করার লক্ষ্যে ভ্রমণ বিধিনিষেধের কারণে বিশ্বজুড়ে বিমানবন্দরগুলি কার্যত শূন্য হতে পারে, তবে এটি বার্ষিক ওয়ার্ল্ড এয়ারলাইন পুরষ্কারগুলি থেমে থাকেনি।টানা অষ্টম বারের মতো এবছরও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরটি বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে।
চলুন দেখে নেওয়া যাক সেরা ১০ বিমানবন্দরগুলোঃ-
১। সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর
২। টোকিও হানেদা বিমানবন্দর (জাপান)
৩। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (কাতার)
৪। ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর (দক্ষিণ কোরিয়া)
৫। মিউনিখ বিমানবন্দর (জার্মানি)
৬। হংকং আন্তর্জাতিক বিমানবন্দর
৭। টোকিও নারিতা বিমানবন্দর (জাপান)
৮। সেন্ট্রায়ার নাগোয়া (জাপান)বিমানবন্দর
৯। আমস্টারডাম শিফল বিমানবন্দর (নেদারল্যান্ডস)
১০। কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর (জাপান)