শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

বিশ্বের সেরা কাতারের হামাদ বিমানবন্দর

  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
প্রায় এক দশকের মধ্যে এই প্রথম বিশ্বের এক নম্বর বিমানবন্দর হিসেবে নিজের অবস্থান হারাল সিঙ্গাপুরের চাঙ্গাই বিমানবন্দর। আর সেই স্থানটি দখল করে নিয়েছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর বার্ষিক তালিকা প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স।

‘২০২১ কভিড-১৯ এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এর তালিকায় এ বছর গ্রাহকদের ভোটে ৩৯টি বিমানবন্দরের নাম উঠে এসেছে।

 

হামাদ বিমানবন্দর কয়েক বছর ধরেই র্যাংকিংয়ে ধাপে ধাপে ওপরে উঠছিল।

কাতার সরকার এই বিমানবন্দর ও কাতার এয়ারওয়েজে প্রচুর বিনিয়োগ করার ফলাফল হামাদের এই শীর্ষস্থান অর্জন। হামাদ বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইট থাকা যাত্রীদের জন্য বিনা মূল্যে শহর ভ্রমণ, থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এ ছাড়া একটি ভিআইপি ট্রান্সফার সেবাও আছে, যার অংশ হিসেবে বিমানবন্দরে নামার পর এয়ারলাইনসের কর্মীরা দর্শনার্থীদের গাইড করেন এবং পরবর্তী ফ্লাইটে পৌঁছে দেন।এ বছর ভোট দেওয়ার ক্ষেত্রে গ্রাহকরা যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে—কভিড-১৯ তথ্যসেবা, ফেস মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা, হ্যান্ড সেনিটাইজারের সহজলভ্যতা, সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা, সিটে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কার্যপ্রণালী, টার্মিনালের পরিচ্ছন্নতা এবং ওয়াশরুমের পরিচ্ছন্নতা।

২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত পরিচালিত জরিপের মাধ্যমে নির্বাচিত বিশ্বসেরা বিমানবন্দরগুলোর বেশির ভাগই ইউরোপ ও এশিয়ার। এর মধ্যে তিনটি বিমানবন্দরই জাপানের। ফলে জাপান সব মিলিয়ে বিমানবন্দরের ক্ষেত্রে বেস্ট-রেটেড দেশ নির্বাচিত হয়েছে।

সূত্র : সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com