প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের অন্যতম উপায় হচ্ছে সমুদ্রের বিশালতা অনুভব করা। আর সৈকতের বালিয়াড়িতে কাটানো সুন্দর মুহূর্তগুলো হতে পারে আজীবন মনে রাখার মতো। সমুদ্র উপভোগের জন্য সেরা কয়েকটি সৈকতের তালিকা প্রকাশ করেছে ভ্রমণ প্রকাশনী ‘লোনলি প্ল্যানেট’।
লোনলি প্ল্যানেটের সেরা সৈকতের তালিকাটিতে ব্রাজিলের রিও ডি জেনেইরোর ইপানেমা ও থাইল্যান্ডের আও মায়ার মতো চোখ জুড়ানো সুন্দর জায়গাগুলোর পাশাপাশি তানজানিয়ার জাঞ্জিবারের এমনেম্বা দ্বীপের মতো ব্যক্তি মালিকানাধীন রিসোর্টও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও রয়েছে গ্রিসের সারাকিনিকো, যেখানে চোখ ধাঁধানো আগ্নেয়গিরি উপভোগ করতে হলে খুব ভোরে যেতে হবে। দিন শেষে সূর্যাস্ত উপভোগের জন্য ড্যানিশ দ্বীপ বোর্নহোমের ডুয়োড্ডে যেতে পারেন। লোনলি প্ল্যানেটের মতে, দুই ঘণ্টার হাইকের পর কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলের কাবো সান হুয়ান দেল হিয়া যাওয়া যাবে। আবার সেশেলসের আনসে সোর্স দাঁজোতে যেতে ফেরি ভ্রমণ উপভোগ করার সুযোগ রয়েছে।
দেখে নেয়া যাক লোনলি প্ল্যানেটের তালিকায় থাকা বিশ্বের সেরা কয়েকটি সৈকত।