বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ বাছাইয়ের জন্য ভোটের ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক ভ্রমণ পত্রিকা রাফ গাইড। কোন দেশ ভ্রমণ করতে পর্যটকরা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটার উপর নির্ভর করে তারা প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকা। পর্যটন ব্যবস্থার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য, সভ্যতা, আবহাওয়া, ঐতিহাসিক গুরুত্বসহ আরও বেশকিছু বিষয়ের উপর লক্ষ রেখে প্রকাশ করা হয়েছে এই তালিকা।
জেনে নিন বিশ্বের সবচেয়ে সুন্দর ৭ দেশ সম্পর্কে-
৭। ইংল্যান্ডঃ
পাহাড় ও লেক ঘেরা অসম্ভব সুন্দর প্রকৃতি দেখতে প্রতি বছরই হাজার হাজার ভ্রমণপিপাসু ছুটে যান ইংল্যান্ডে।
৬। ইন্দোনেশিয়াঃ
প্রচুর পর্যটক ভ্রমণের জন্য সেরা দেশ হিসেবে ভোট দিয়েছেন ইন্দোনেশিয়াকে। এটি তালিকার ছয় নম্বরে আছে।
৫। সাউথ আফ্রিকাঃ
সাগর, পাহাড়ে ঘেরা দেশ সাউথ আফ্রিকা তালিকার পাঁচ নম্বরে রয়েছে।
৪। ইতালিঃ
রোমান্টিক সৌন্দর্যের দেশ বলা হয় ইতালিকে। প্রতি বছরই অসংখ্য পর্যটক ইতালি ভ্রমণে যান।
৩। নিউজিল্যান্ডঃ
সবুজ পাহাড়ে ঘেরা নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে।
২। কানাডাঃ
বরফ, পাহাড়, সবুজ- সবই রয়েছে কানাডায়। এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে।
১। স্কটল্যান্ডঃ
ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে বেশি উপযোগী ও সুন্দর দেশ হিসেবে স্কটল্যান্ড রয়েছে শীর্ষে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন ব্যবস্থা সর্বোপরি ভ্রমণের উপযুক্ত আবহাওয়ার কারণে সবচেয়ে সুন্দর দেশ হিসেবে বিবেচিত হয়েছে স্কটল্যান্ড।