শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আবারো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে স্থান লাভ করেছে। এতে পিছিয়ে পড়েছে যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর লন্ডন হিথরো। সংশ্লিষ্টরা জানান, ছুটির মৌসুমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমে যাত্রীদের।

বিশ্বব্যাপী ভ্রমণ তথ্য সরবরাহকারী সংস্থা ওএজি মাসভিত্তিতে এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের আসন সক্ষমতা ও ফ্লাইটের সংখ্যা দিয়ে নির্ধারণ করে। ওএজির ওয়ার্ল্ডস বিজিয়েস্ট এয়ারপোর্টস শীর্ষক প্রতিবেদনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম প্রথম উঠে আসে।

৩৫ লাখ ৪০ হাজার আসন সক্ষমতা নিয়ে দুবাই শীর্ষস্থান ধরে রেখেছে। এ সংখ্যা দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিথরো থেকে প্রায় ১০ লাখ বেশি।

এছাড়া শীর্ষ পাঁচ ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল, ফ্রান্সের শাল দে গৌল ও ইস্তাম্বুল বিমানবন্দর।

২০২১ সালের বার্ষিক যাত্রী সংখ্যার পূর্বাভাস দুই লাখ বাড়িয়ে ২ কোটি ৮৭ লাখ নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরটি।

চলতি বছর ৫ কোটি ৭০ লাখ যাত্রী পারাপার হবে বলে আশা কর্তৃপক্ষের। যাত্রীর ভিড় বাড়ায় আসনের সক্ষমতাও বাড়িয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছর নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ১৫ শতাংশ সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আসন বাড়ানো হয়েছে পাঁচ লাখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com