1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল সুইট
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল সুইট

  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বর্তমানে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল সুইট হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত হোটেল প্রেসিডেন্ট উইলসনের রয়্যাল পেন্ট হাউস সুইটটি।  যেটি এক রাতের ভাড়া ৮০ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার বলে জানা গেছে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৯৬ লাখ থেকে এক কোটি ২০ লাখ টাকা।

বিশিষ্ট রাজনীতিক, ধনী ব্যক্তিত্ব থেকে শুরু করে হলিউড তারকারা এখানে অবস্থান করে থাকেন।

হোটেল প্রেসিডেন্ট উইলসনের বিশেষত্ব হচ্ছে— লেক জেনেভার পাড়ে অবস্থিত এ রয়্যাল পেন্ট হাউস থেকে পার্ক দে লা পার্ল দ্যু লাক মাত্র কয়েক মিনিটের হাঁটা দূরত্বে।  সেখানে মাত্র ৫ মিনিট হাঁটলেই পৌঁছানো যায় দ্য মাইন্ডএসকেপ ও পাকিস বাথসে। কাছেই রয়েছে শপিং সেন্টার ও জেনেভা রেলস্টেশন। সেখানেই রয়েছে মানোর জেনেভ ডিপার্টমেন্ট স্টোর। হোটেল থেকে বাসস্টপ মাত্র ৫ মিনিট হাঁটার দূরত্ব এবং জেনেভা রেলস্টেশন ১০ মিনিটের।

এখানকার খাবারের অভিজ্ঞতাও বিশ্বমানের।  অতিথিদের জন্য রয়েছে মিশেলিন তারকাখচিত শেফদের হাতে তৈরি স্থানীয় সেরা উপকরণের রান্না। পরিবেশও অত্যন্ত আভিজাত্যপূর্ণ।

আর হোটেলে রয়েছে লাক্সারিয়াস স্পা, যেখানে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সাজানো থেরাপি দেওয়া হয়। বিলাসিতা, নিরাপত্তা ও ব্যক্তিগত সেবার অসাধারণ সমন্বয়ই হোটেল প্রেসিডেন্ট উইলসনকে আলাদা করে রেখেছে।

দ্য বুর্জ আল আরব বা দ্য রিটজ প্যারিসের মতো বিশ্ববিখ্যাত বিলাসবহুল হোটেলের সঙ্গে প্রতিযোগিতা করেও এটি জায়গা করে নিয়েছে উচ্চবিত্ত ভ্রমণকারীদের পছন্দের তালিকায়। করপোরেট রিট্রিট, পারিবারিক আয়োজন কিংবা স্বপ্নের বিয়ে— কোনো উপলক্ষকেই এ হোটেল করে তোলে আজীবন মনে রাখার মতো এক অভিজ্ঞতা।

এ বিলাসবহুল হোটেলের ৮ম তলাজুড়ে অবস্থিত রয়্যাল পেন্ট হাউস সুইটটি। যার আয়তন প্রায় ১,৬৮০ বর্গমিটার।  এতে রয়েছে ১২টি শয়নকক্ষ, ১২টি মার্বেল বাথরুম ও বিশাল বসার জায়গা। এ ছাড়া অতিথিদের জন্য রয়েছে আলাদা লিফট, বাড়তি নিরাপত্তায় বুলেটপ্রুফ জানালা ও রাজকীয় পরিবেশের জন্য গ্র্যান্ড পিয়ানো। এ ছাড়া ২৪ ঘণ্টা সেবার জন্য রয়েছে ব্যক্তিগত সহকারী, শেফ ও বাটলার। তবে এর আসল আকর্ষণ হলো— লেক জেনেভা ও আল্পস পর্বতমালার অপূর্ব দৃশ্য, বিশেষ করে সূর্যাস্তের সময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com