বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বানাচ্ছে সৌদি আরব

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বুর্জ খলিফাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বানাচ্ছে সৌদি আরব। এর উচ্চতা ১,০০০ ফুটেরও বেশি। বড়সড় কিউব আকৃতির হবে এই বিল্ডিং। নাম মুকাব টাওয়ার। এটি এতটাই বড় বিল্ডিং যে এর ভিতরে পর পর ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিংও বসতে পারে।

এটি রিয়াদে নির্মিত নতুন হাই-টেক সিটি মুরাব্বার অংশ হবে। প্রায় ৪ লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিল্ডিং শেষ হওয়ার পরে বিশ্বের বৃহত্তম বিল্ডিং হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এই বিল্ডিংয়ে থাকবে বিলাসবহুল রেস্তোরাঁ, হোটেল, অফিস এবং সমস্ত হাই-টেক সুবিধা

এই বিল্ডিংয়ের বিশেষত্ব কী কী

১) কিউবের মতো দেখতে এই ভবনটি ১,৩০০ ফুট উঁচু এবং ১,২০০ ফুট চওড়া হবে।

২) একবার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে, এটি হবে নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো ২০টি বিল্ডিংয়ের চেয়েও বড়।

৩) ১৯ বর্গকিলোমিটার এলাকায় নির্মিত এই বিল্ডিংয়ে থাকবে এক লক্ষেরও বেশি অর্থাৎ ১০,৪০০০ বাড়ি, ৯,০০০ হোটেল রুম এবং ৯ লক্ষ ৮০ হাজার বর্গমিটারের বেশি জায়গা জুড়ে শপিং করার জন্য দোকানপাটের ব্যবস্থা থাকবে।

৪) বিল্ডিংটির একটি বড় অংশ অফিস ব্যবহারের জন্য গড়ে তোলা হবে।

এআই দিয়ে সাজানো হবে সারা বিল্ডিং

বিল্ডিং দেখতে আসবেন যারা, তাঁদের আরও ভালো অভিজ্ঞতা দিতে এআই দিয়ে সাজানো হবে সারা বিল্ডিং। কোম্পানির আরও দাবি, এই বিল্ডিংয়ে বিশাল স্ক্রিন থেকে শুরু করে হলোগ্রাফিক ইন্টেরিয়র সবকিছুই থাকবে। বিল্ডিংয়ের বাইরের দেওয়াল ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সজ্জিত করা হবে।

উল্লেখ্য, বিল্ডিংটি তৈরি করছে নিউ মুরাব্বা ডেভেলপমেন্ট কোম্পানি। এ প্রসঙ্গে, সংস্থাটি বলছে যে এই প্রকল্পে প্রায় ৯০০ জন শ্রমিক কাজ করবেন। ২০৩০ সালের মধ্যে মুকাব টাওয়ার সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে।

যদিও এই বিল্ডিংটি এখন সমালোচনার মুখে পড়েছে। ইসলাম ধর্মীয় মানুষের পবিত্র শহর কাবার মতো দেখতে হওয়ায়, অনেকেই এটি নিয়ে কথা বলছেন। ১৩০০ ফুট উঁচু বিল্ডিং নির্মাণ প্রকল্পের কারণে স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুতি এবং অভিবাসী শ্রমিকদের শোষণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংগঠন।

সৌদি আরব, তার দুর্ধর্ষ ডিজাইনের বিল্ডিংয়ের জন্য বিখ্যাত। যেমন, কয়েক বছর আগেই বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হিসাবে জেদ্দা টাওয়ার তৈরি করেছিল দেশটি। কিন্তু ২০১৮ সালে নির্মাণ বন্ধ হওয়ার পর থেকে এটি অসমাপ্তই রয়েছে। দ্য লাইন নামে আরও একটি প্রজেক্ট, এ ক্ষেত্রে মরুভূমি জুড়ে ১৭০ কিলোমিটার প্রসারিত একটি কাঁচের শহর বানাতে চেয়েছিল সৌদি। কিন্তু এখন এটি মাত্র ২.৪ কিলোমিটারে বেশি বাড়ানো যাবে না।

প্রসঙ্গত, এই মুহূর্তে দাঁড়িয়ে ২০৩০ সালের মধ্যে দেশের জন্য বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সলমান। দেশটিকে আরও আধুনিক রূপ দেওয়ার জন্য বেশ কিছু উদ্যোগ শুরু করেছেন। নাম ‘সৌদি ভিশন ২০৩০’। তেলের রাজস্বের উপর নির্ভরতা কমাতে, অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং সরকারি পরিষেবা খাত গড়ে তোলার জন্য এই উদ্যোগ নিয়েছে সৌদি। মুরাব্বা শহর ছাড়াও, সৌদি আরবের প্রকল্পের মধ্যে রয়েছে ভাসমান বন্দর শহর ‘অক্সাগন’, পর্বত পর্যটন কেন্দ্র ‘ট্রোজেনা’ এবং ‘এনইওএম’ নামক ‘ভবিষ্যতের শহর’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com