সারা বিশ্বে অনেক বিলিয়নিয়ার আছেন। তাদের মধ্যে বিল গেটস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটাও অন্যতম। কোটি কোটি টাকার সম্পদের অধিকারী তারা। দামি গাড়ি থেকে ব্যক্তিগত বিমান সবই তাদের কাছে আছে। তবে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত উড়োজাহাজের মালিক তারা কেউ নন বরং সৌদির একজন রাজপুত্র।
এক মিডিয়া প্রতিবেদনে বলা হয়, তার নাম আল ওয়ালিদ বিন তালাল আল সৌদ। তিনি সৌদি আরবের রাজপুত্র ও ব্যবসায়ী। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমানের মালিক তিনি। সৌদির রাজপুত্রের ব্যক্তিগত উড়োজাহাজটি বোয়িং ৭৪৭-এর। উড়োজাহাজটির বাজারমূল্য বর্তমানে ২ হাজার ১৯৫ কোটি টাকার মধ্যে। কিন্তু সব মিলিয়ে মোট মূল্য ছাড়িয়েছে ৫ হাজার ৪৮৭কোটি টাকা।
মূলত, এই উড়োজাহাজটিকে আরও বিলাসবহুল করতে গিয়ে দামটি বেড়েছে। ভেতরের চোখ ধাঁধানো অন্দর সজ্জার ফলেই জেটটির দাম এখন আকাশছোঁয়া। এই বিমানে অন্তত ৮০০ জনের একসঙ্গে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। এ ছাড়া রয়েছে ১০ আসনের ডাইনিং হল, বিলাসবহুল বেডরুম, হোম থিয়েটার, স্পা ও নামাজের ঘর। এছাড়া ‘স্টিম বাথ’ এর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।
১০ আসনের ডাইনিং হলও রয়েছে উড়োজাহাজের মধ্যে। খবর অনুযায়ী, সৌদির রাজপুত্রের মোট ১.৫৫ লাখ কোটি টাকা সম্পত্তির মালিক। সেই তুলনায় মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ অনেক বেশি। রিলায়্যান্স কর্ণধারের মোট সম্পত্তির পরিমাণ ৭৯ লাখ ৫৮ হাজার কোটি টাকারও বেশি।