শীর্ষ ধনী শহরের তালিকায় জায়গা করে নিয়েছে চীনের ছয় শহর। বিশ্বের মানুষের ব্যক্তিগত সম্পদের পরিমাণ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এবং নিউ ওয়ার্ল্ড ওয়েলথের যৌথ প্রতিবেদনে ওঠে এসেছে এমন তথ্য।
‘বিশ্বের শীর্ষ ধনীদের শহর ২০২৩’ শীর্ষক ওই প্রতিবেদনে দেখা গেছে, শীর্ষ ধনী শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে নিউইয়র্ক সিটি। নিউইয়র্ক শহরে ৩ লাখ ৪০ হাজার বাসিন্দা মিলিয়নিয়ার। শীর্ষ ধনীদের শহরের তালিকায় নিউইয়র্কের পরেই আছে টোকিও এবং স্যান ফ্রান্সিসকো বে এরিয়া।
তালিকায় থাকা চীনের ছয়টি শহরের মধ্যে রয়েছে , বেইজিং, সাংহাই, শেনচেন, হাংচৌ এবং কুয়াংচৌ।
মিম/শান্তা
তথ্য ও ছবি- চায়না ডেইলি
Like this:
Like Loading...