বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে অফিসিয়াল এয়ারলাইন গাইড (ওএজি)। ওএজি যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য প্রদানকারী কোম্পানি। তারা চলতি বছরের অক্টোবর মাসের সিট ক্যাপাসিটি বা যাত্রী ধারণ ক্ষমতা এবং ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটের ঘন-ঘন আনাগোনার তথ্য বিবেচনায় নিয়ে ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। তালিকায় ব্যস্ততম ১০ বিমানবন্দরের মধ্যে স্থান হয়েছে ভারতের।
ওএজি’র তালিকা অনুযায়ী, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের খ্যাতি ছিনিয়ে নিয়েছে হার্ৎসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যা প্রায় ৪৭ লাখ ৪৭ হাজার ৩৬৭ সিটের পরিষেবা প্রদান করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে প্রায় ৪১ লাখ ২৭ হাজার ৭০৪ সিটের পরিষেবা প্রদান করা হয়েছে। দুবাইয়ের পরেই স্থান পেয়েছে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে ৩৮ লাখ ৭৭ হাজার ১৬৪ সিটের পরিষেবা দেওয়া হয়েছে।
চতুর্থ স্থানে রয়েছে ৩৭ লাখ ৫৩ হাজার ৮৫৮ সিটের পরিষেবা প্রদানকারী ডালাসের ডালাস/ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর। পঞ্চম স্থান ছিনিয়ে নিয়েছে ৩৭ লাখ ০৯ হাজার ৩৯৪ সিটের পরিষেবা প্রদানকারী ডেনভার বিমানবন্দর। এরপরের অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে লন্ডন হিথরো বিমানবন্দর।
সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, ইস্তানবুল বিমানবন্দর এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর। তালিকায় দশম স্থানে রয়েছে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর।